আমি এক দিনই ক্লাবে গিয়েছি, ফিতা কেটেছি: মেনন

0
0

ক্যাসিনো ও জুয়ার বিরুদ্ধে প্রথম অভিযানটি চালানো হয় ফকিরাপুরের ইয়ংমেনস ক্লাবে। ক্লাবটির চেয়ারম্যান স্থানীয় সাংসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মেনন বলেন, চেয়ারম্যান পদটি আলংকারিক, দায়িত্বের না।

বৃহস্পতিবার সাড়ে ১১টার পর রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে ১৪ দলের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।ইয়ংমেনস ক্লাবের ক্যাসিনো প্রসঙ্গে জানতে চাইলে মেনন বলেন, এটা আলংকারিক পদ, দায়িত্বের পদ না। আমি তো বলেছি, এক দিনই আমি ক্লাবে গিয়েছি, ফিতা কেটেছি, ওই দিনই শেষ। এতে যদি আমার গায়ে কালিমা লাগে, লাগবে।

স্থানীয় সাংসদ হিসেবে ক্লাবের কার্যক্রম সম্পর্কে তাঁর জানা উচিত ছিল কি না? প্রশ্নের জবাবে মেনন বলেন, প্রশাসনের কেউই জানল না, আমি সংসদ সদস্য হিসেবে সব জেনে ফেলব, ব্যাপারটা কি এতই সহজ?

১৮ সেপ্টেম্বর বিকেলে ফকিরাপুলের ইয়ংমেনস ক্লাবে অভিযান চালায় র‌্যাব। সেখানে ক্লাবে ক্যাসিনো চালানো হতো। ওই দিন অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ উদ্ধারসহ ১৪২ জনকে আটক করে র‌্যাব। এই ক্লাবের সভাপতি ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here