সেই তুমি, আমার তুমি
আমি তোমাকেই ভালোবাসি
বিশ্বাস করো আমি তোমাকেই ভালোবাসি
তোমার ভাল,মন্দ সবটা জুড়েই তোমাকে ভালোবাসি।
এই যে তোমার একরোখা জেদ
কারনে অকারনে অযাচিত অভিমান
চোখের কোনে জল, নিয়ম করে চুড়ি ভাঙো
সব, সবটা জুড়েই ভালোবাসি
আমি তোমাকেই ভালোবাসি
বিশ্বাস করো আমি তোমাকেই ভালোবাসি।
মনে আছে, রোজ বিনুনি করতে
রোজ চিকন পাড়ের শাড়ি, কাঁচের চুড়ি
কপালে লাল টিপ,,পায়ে আলতা
আর এখন,,শুধুই আলসে খোঁপা,
চিলেকোঠার জানলায় রোজ তোমার ছায়া
আমার সকাল,,আমার বিকেল,,আমার সন্ধ্যা।
আর এখন তুমি,অন্যরকম এক তুমি
কারনে অকারনে অযাচিত অভিমান
চোখের কোননে জল, নিয়ম করে চুড়ি ভাঙো
তবুও ভালোবাসি,,সব, সবটা জুড়েই ভালোবাসি
আমি তোমাকেই ভালোবাসি
বিশ্বাস করো আমি তোমাকেই ভালোবাসি।
-আমেনা ফাহিম