সম্রাট ও এমপি শাওনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

0
0

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও তার স্ত্রী ফারজানা চৌধুরীর ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইসি)।

চিঠি পাওয়ার পর দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে হিসাব জব্দ করার বিষয়ে চিঠি পাঠায় বিএফআইইউ। নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের শীর্ষ এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

গত রোববার যুবলীগের নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া, কৃষক লীগের নেতা শফিকুল আলম ওরফে ফিরোজ ও রিমান্ডে থাকা যুবলীগের নেতা জি কে শামীমের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করে বিএফআইইউ। তাদের পরিবার অর্থ্যাৎ স্ত্রী, মা বা স্বার্থসংশ্লিষ্ট অন্য যে কারো নামে ব্যাংক হিসাব থাকলে তার স্থগিত করা হয়। অর্থপাচার প্রতিরোধ আইনের আওতায় ৩০ দিনের জন্য এসব হিসাব স্থগিত করে বাংলাদেশ ব্যাংক।

এ ব্যাপারে বিএফআইইউ’র এক কর্মকর্তা জানান, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি সম্রাট ও সাংসদ শাওন এবং তার স্ত্রী ফারজানার সব ধরনের ব্যাংকিং হিসাব-নিকাশ বন্ধ করতে ব্যাংকগুলোকে বলা হয়েছে। গণমাধ্যমসহ অন্যান্য যে সকল মাধ্যমে যাদের নাম সামনে এসেছে তাদের ব্যাংক হিসাবও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। এদিকে জি কে বিল্ডাসের্র মালিক জি কে শামীমের সঙ্গে ঠিকাদারি ব্যবসায় অবৈধ অর্থ লেনদেনে গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম ও সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হাইয়ের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের সেন্ট্রাল ইনটেলিজেন্স সেলের (সিআইসি) পক্ষ থেকে বিএফআইইউ আজ মঙ্গলবার তাদের ব্যাংক হিসাব তলব করে।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক কর্মকর্তা জানান, যাদেরকে এরেস্ট করা হয়েছে তাদের এবং তাদের পরিবারের সদস্যেদের, প্রতিষ্ঠানের ব্যাংক সার্চ করা হচ্ছে। এছাড়া তারা যাদের নাম বলেছে তাদের ব্যাংক একাউন্টও তদারকির আওতায় আনা হচ্ছে। দুজন সাবেক সরকারি কর্মকর্তাদের কথাও বলেছে। তাদের ব্যাংক একাউন্ট জব্দ করবো- তা ঠিক না, তাদের ব্যাংক হিসাব দেখা হচ্ছে । তারা যেন কোনভাবে টাকা তুলতে না পারে সে বিষয়টিও তারা নজরে এনেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here