যশোরে দালালসহ দুই রহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ । ভালো চাকরি দেবার কথা বলে এই দুই রহিঙ্গা নারীকে যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল।আটকের সময় আরো এক স্থানীয় দালাল পালিয়ে যায় বলে পুলিশের দাবি।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ গোলাম রব্বানী জানান, রাতে টহলের সময় মনিহার টার্মিনাল এলাকায় সন্দেহ জনক ঘোরা ফেরা করার সময় তিনি বোরকা পরা দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ কালে বুঝতে পারেন তারা রহিঙ্গা এবং তাদেরকে দালালরা জাল পাসপোর্ট তৈরির করে যশোরে এনে ছিল। মঙ্গলবার বেনাপোলের সীমান্ত পথে তাদেরকে ভারতে পাচারের কথা ছিল। পুলিশ এ সময় আটককৃত রোহিঙ্গা মহিলাদের সাথে থাকা দালাল আব্দুর রহমানকে আটক করে।সে কক্সবাজারের চকরিয়ার আলহাজ্জ আব্দুস শুকুরের ছেলে। বিপদ বুঝতে পেওে আরো এক দালাল পালিয়ে যায় বলে পুলিশ দাবি করেছে। আটককৃত রোহিঙ্গারা হলো ওজিউল্লাহর মেয়ে আনজুমান(১৭) ও আসরআলীর মেয়ে কওসার(১৭)।উদ্ধার হওয়া আনজুমান জানান, তাদেরকে স্বামী স্ত্রীর পরিচয়ে পাসপোর্টে ভারতে নিয়ে যাবার কথা বলে আব্দুর রহমান ও আরো এক যুবক তাদেও দুই বান্ধবীকে যশোওে নিয়ে আসে।
যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, আটক আব্দুর রহমানের বিরুদ্ধে মানব পাচারআইনে মামলা হয়েছে। বুধবার তাক্ েআদালতে পাঠানো হবে।#