জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফেনী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ফেনী ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় পরশুরাম উপজেলা বালিকা দল-সোনাগাজী উপজেলা বালিকা দলকে ট্রাইবেকারে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিকাল ৩টায় ছাগলনাইয়া উপজেলা বালক দল-ফেনী পৌরসভা বালক দলকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
বিকেলে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পি. কে. এম এনামুল করিম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমনী আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মজিবুল হক রিপন, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ।
ফেনী জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিমের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার এন.এম আবদুল্লাহ আল-মামুন, মোতাসেম বিল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য বাহার উদ্দিন বাহার, আবদুল মোতালেব হুমায়ুন, নুরুল আফসার কবির শাহজাদা, আশরাফুল আনোয়ার শিমুলসহ প্রশাসনের কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।অনুষ্ঠানে চ্যাম্পিয়ন, রানার্স আপ দলের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।