আকস্মিক বন্যায় শিবগঞ্জে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

0
0

আকস্মিক বন্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রায় ৫ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। প্রবল স্রোতের কারণে বেশ কিছু এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। অপর দিকে উপজেলার ৬ টি ইউনিয়নের প্রায় আড়াই হাজার হেক্টর জমির মাসকলাই পানির নিচে তলিয়ে গেছে। যা ইতোমধ্যে নষ্ট হতে শুরু করেছে। ওই এলাকার প্রায় ২শ হেক্টর জমির শীতকালীন সবজিও নষ্ট হয়ে গেছে।

পাঁকা এলাকার আব্দুল খলিল নামে এক কৃষক জানান, প্রতি বছর তিনি ৫ থেকে ৭ বিঘা জমিতে মাসকলাই বপন করেন। এবারও তিনি ৭ বিঘা জমিতে মাসকলাই বপন করেছিলেন। কিন্তু অসময়ের বন্যায় জমিগুলো ডুবে গেছে। এতে অধিকাংশ জমির মাসকলাই নষ্ট হয়ে যাবে।একই এলাকার আবুল কালাম জানান, পদ্মার পানি বৃদ্ধির সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙন। জামাই পাড়া হতে রশিয়া পর্যন্ত নদী ভাঙন শুরু হয়েছে।

উজিরপুর বাঁধ এলাকার আইয়ুব আলী বলেন, সামনে শীত মৌসুমের জন্য তিন বিঘা জমিতে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষ করেছিলেন। কিন্তু হঠাৎ করে বন্যায় ক্ষতির মুখে পড়তে হবে বলে জানান তিনি।

শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মনাকষা, দুর্লভপুর, উজিরপুর ও পাঁকা ইউনিয়নের প্রায় সাড়ে চারশ পরিবার পানিবন্দি রয়েছে। তাদের আগামী বৃহস্পতিবার ত্রাণ দেওয়া হবে।শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এসএম আমিনুজ্জামান জানান, আকস্মিক বন্যায় চরাঞ্চল এলাকার প্রায় আড়াই হাজার হেক্টর জমির মাসকলাই পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এছাড়া কিছু শীতকালীন সবজিও নষ্ট হয়েছে।চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম জানান, গত ২৪ ঘণ্টায় ১২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। যা বিপদসীমার ৯৬ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যে হারে পানি বৃদ্ধি পাচ্ছে তাতে দ্রুতই বিপদসীমা অতিক্রম করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here