পাকিস্তানের লাহোরে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত আনার পর কেঁপে উঠেছে ভারতের দিল্লিও। তবে ভারতের ভূমিকম্প ততটা তীব্রভাবে অনুভূত হয়নি। স্থানীয় সময় বিকাল ৪টা ৩৫ মিনিটে এই ভূমিকম্প আঘাত আনে।
মঙ্গলবার পাকিস্তানের ইসলামাবাদ, পেশওয়ার, রাওয়ালপিন্ডি ও লাহোরে ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ৮। তার কিছুক্ষণ পরেই ভারতের দিল্লি, পাঞ্জাব, চন্ডিগড় ও উত্তরাখন্ডে মৃদু ভূমিকম্প আঘাত আনে। ভূমিকম্প টের পাওয়া গেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরেও।
পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরের হাসপাতালে ভূমিকম্পে অন্তত ৫০ জন আহত হয়েছেন্ তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। তবে ভারতের কোথাও কোনও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।
স্থানীয় দুযোর্গ ব্যবস্থাপনা কর্মকর্তারা জাজনান, তার অবকাঠামো ক্ষতিগ্রস্তের খবর পেয়েছেন। কর্মকর্তা আম্মার রাজা শেখ বলেন, আমরা রাস্তায় ফাঁটল পাওয়ার খবর পেয়েছি। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, কাশ্মিরের মিরপুরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির সামরিক মুখপাত্র জানিয়েছেন, বেসামরিক প্রশাসনের সহায়তায় তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।