মহালছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতাপ চন্দ্র বিশ্বাসের সাথে মহালছড়ির উপজেলা জনপ্রতিনিধি,সকল বিভাগীয় কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমের ব্যাক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এরপর চোংড়াছড়িতে এক আলোচনা সভায় অংশ নেন নবাগত জেলা প্রশাসক।
আজ ২৩ সেপ্টেম্বর(সোমবার) সকাল ১০টার দিকে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত।
আরো উপস্থিত ছিলেন মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নুরে আলম ফকির, মহালছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কান্তি চাকমা,উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, মহালছড়ি মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা প্রবীন চন্দ্র চাকমা,বিদ্যুৎ বিতরণ বিভাগের আবাসিক প্রকৌশলী সুভাষ চৌধুরী, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা ও স্থানীয় গণমাধ্যম কর্মীসহ সকল বিভাগের কর্মকর্তাবৃন্দ। এর আগে নবাগত জেলা প্রশাসক মহালছড়িতে পৌঁছলে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এরপর খাগড়াছড়ি জেলা তথ্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক প্যাকেজ প্রচার কার্যক্রমের আওতায় আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চোংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভায় অংশ নেন নবাগত জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া সারাদেশে ছড়িয়ে পরার কথা উল্লেখ করে বলেন, সারা দেশের ন্যায় মহালছড়িতে ও বৃদ্ধ ভাতা, মাতৃত্ব ভাতা, গর্ভকালীন ভাতা, বিধবা ভাতা,গৃহহীনদের জন্য গৃহ নির্মান প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও প্রাথমিক বিদ্যালয়ের মান সম্মত শিক্ষা ও শিক্ষকদের প্রশিক্ষণ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার উন্নতিকরণ, এছাড়াও উপজেলার বিদ্যুৎ,স্বাস্থ্য যে গুলো জনগুরত্বপূর্ণ সেগুলো স্বাভাবিক রাখার উপর গুরত্ব আরোপ করেন। তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এই সময় তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।
মিল্টন চাকমা কলিন,মহালছড়ি প্রতিনিধি