গাজীপুরে বজ্রপাতের আগুনে পুড়েছে বসতঘর

0
36

গাজীপুরে কোনাবাড়ির আমবাগ এলাকায় বজ্রপাত থেকে এক বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাড়ির পাঁচটি ঘর ও মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। তবে এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটে নি।

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. মিরাজুল ইসলাম জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি আমবাগ এলাকায় জসিম মিয়ার আধাপাকা বাড়িতে রবিবার রাত ৯টার দিকে বজ্রপাত থেকে আগুন লাগে। মুহুর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুনে বিভিন্ন মালামাল ও আসবাবপত্রসহ ওই বাড়ির পাঁচটি ঘর পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

মোস্তাফিজুর রহমান টিটু
স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here