নওগাঁয় এক যুগ ধরে খেজুর গাছের সাথে আসলাম

0
0

 নওগাঁর রাণীনগরে প্রায় একযুগ ধরে খেজুর গাছের সাথে পায়ে শিকল পরিয়ে বন্দি করে রাখা হয়েছে মানসিক ভারসাম্যহীন আসলাম সিকদার (৩৮) কে। যে বয়সে স্বাভাবিক ভাবে কাজকর্ম করে জীবন জীবিকা নির্বাহের কথা অথচ অর্থাভাবে উপযুক্ত চিকিৎসা না হওয়ায় ঠিক সে বয়সে বন্দি জীবন কাটাতে হচ্ছে। আসলাম রাণীনগর উপজেলার মিরাট ইউ’পির হরিশপুর গ্রামের মুনি সিকদারের ছেলে ।
পারিবারিক সুত্রে জানাগেছে,আসলাম ছাত্র জীবনে ৭ম শ্রেণিতে পড়ালেখা চলা অবস্থায় হঠাৎ করেই চলাফেরার গতিবিধিসহ নানা ধরণের মানসিক কিছু পরিবর্তন দেখা দেয়। একারণে তার পরিবার চিকিৎসার জন্য এলাকার বিভিন্ন ডাক্তার কবিরাজের কাছে যান। এতে শুধুমাত্র টাকার ক্ষয় হলেও কোন কাজ না হওয়ায় দিন দিন নানা ধরনের অত্যাচার বেড়ে যায় । অনেক সময় লোকজনকে মারপিট করতে থাকে। ফলে বড় ধরনের ক্ষতি এড়াতে আসলামের হাত-পায়ে শিকল বন্দী করে বাড়িতে রাখে পরিবারের লোকজন। একপর্যায়ে চিকিৎসার জন্য নওগাঁ সদরর উপজেলার কথিত মানসিক ডাক্তারের কাছে গেলে সেখানে কবিরাজের বাড়িতে রেখে প্রায় তিন বছর চিকিৎসার পর আসলাম কিছুটা সুস্থ হয় । এর পর তাকে পরিবারের লোকজন বাড়িতে নিয়ে আসে। সে অন্য স্বাভাবিক মানুষের মতো চলাফেরা কাজ কর্ম করতে শুরু করলে বছর খানেক পরে আসলামকে বিয়ে দেয়। বিয়ের পর দাম্পত্ত জীবন হাসি খুশিতে চলা অবস্থায় তাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম নেয়। এর কিছুদিন পরই ঠিক আগের মতো মানসিক পরিবর্তন ঘটলে ধীরে ধীরে সে পুরোপুরি উন্মাদ হয়ে যায়। দরিদ্র বাবা আর্থিক অনটনের কারণে উপযুক্ত চিকিৎসা করাতে পারেনি । ফলে উন্মাদনা ক্রমেই বৃদ্ধি পাওয়ায় তাকে শিকলে বেঁধে রাখতে বাধ্য হয়। পরিবারে পাঁচ বোন ও তিন ভাইয়ের মধ্যে আসলাম ছোট। আসলামকে রাতে বাড়ির বারান্দায় এবং সকাল হলে বাড়ির পার্শ্বে খেুজর গাছের সাথে পায়ে শিকল পরিয়ে বন্দি করে রাখা হয় । সেখানেই সারাদিনের খাবার দেয়া হয়। এভাবেই চলছে প্রায় একযুগ। পরিচিত জনেরা তাকে দেখতে গেলে অনেক সময় সুন্দর করে কথা বলে আসলাম। স্থানীয়রা বলছেন, অর্থভাবে তাকে উপযুক্ত চিকিৎসা দিতে না পারায় বন্দি জীবন যাপন করতে হচ্ছে আসলামকে ।

আসলামের বৃদ্ধ বাবা মুনি সাকিদার (৭৫) ও বড় ভাই মেছের আলী বলেন, তাকে সুস্থ করতে পারিবারিক ভাবে আমরা সামর্থ অনুযায়ী বিভিন্ন ডাক্তার/কবিরাজ দিয়ে চিকিৎসা করেছি, কিন্তু তাকে ভালো করতে পারিনি। তাকে উন্নত চিকিৎসা দিলে ভাল হয়ে যাবে কিন্তু সে সামর্থ না থাকায় চিকিৎসা করাতে পারছিনা । নিরুপায় হয়ে চোখের সামনেই প্রতিনিয়ত আসলামের করুন জীবন যাপন ও বন্দিদশা দেখতে হচ্ছে ।
এব্যাপারে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন,সম্প্রতি ভবানীপুর থেকে একজনকে উদ্ধার করে আমরা চিকিৎসার জন্য ব্যবস্থা নিয়েছি । আসলামের বিষয়টি আমাদের জানা ছিল না । এব্যাপারে খোঁজ খবর নিয়ে সু-চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here