নব্বই দশকের জনপ্রিয় আবৃত্তিকার কামরুল হাসান মঞ্জু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত পৌনে ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। কামরুল হাসান মঞ্জু ১৯৫৬ সালের ১৬ জানুয়ারি যশোরে জন্মগ্রহণ করেন। আজ রবিববার দুপুরে তার নামাজের জানাজা শেষে যশোর কারবালা কবরস্থানে মঞ্জুর দাফন করা হয়।
আবৃত্তিচর্চার পাশাপাশি লেখালেখিও করতেন কামরুল হাসান মঞ্জু। রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, শক্তি চট্টোপাধ্যায়,পূর্ণেন্দু পত্রী, জয় গোস্বামী, সুভাষ মুখোপাধ্যায় থেকে শুরু করে সৈয়দ শামসুল হক, শামসুর রাহমান, নির্মলেন্দু গুণের মতো বিখ্যাত কবিদের কবিতা তার কণ্ঠেই তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা লাভ করে। তার আবৃত্তি করা সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা ‘চে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়’ ব্যাপক জনপ্রিয় হয়।
বেশ কিছু আবৃত্তি অ্যালবামও বিভিন্ন বিষয়ে লেখা বই রয়েছে তার। ঢাকায় আবৃত্তি কর্মশালা কিংবা কোনো কোর্স হয়েছে, অথচ কামরুল হাসান প্রশিক্ষক হিসেবে নেই, এমন ঘটনা কম ঘটেছে। কিন্তু একসময় স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে ধীরে ধীরে সবকিছু থেকে দূরে সরে যান।
প্রখ্যাত আবৃত্তিকার কামরুল হাসান মঞ্জুকে যশোরে সমাহিত করা হয়েছে। রোববার সকালে মরদেহ তার বাড়ি যশোর শহরের বিমানবন্দর সড়কে এসে পৌঁছে। দুপুরে জোহরের নামাজের পর কারবালা কবরস্থানে তাঁকে অন্তিম শায়িত করা হয়।
যশোরে সত্তর দশকের প্রথম ভাগ থেকে আশির দশকের প্রথম ভাগ পর্যন্ত সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে উজ্বল ভূমিকা ছিল কামরুল হাসান মঞ্জুর। যশোর সাহিত্য পরিষদ গঠন ও সাহিত্য পত্রিকা উন্মেষ প্রকাশে তিনি ছিলেন মুখ্য ভূমিকায়। বাম রাজনীতিতে প্রভাবিত মঞ্জুর কবিতা যে কোন সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল আকর্ষনীয়। তিনিই প্রথম দর্শনীর বিনিময়ে কবিতা আবৃত্তির অনুষ্ঠানের আয়োজন করেন ১৯৮৩ সালে।
তার মৃত্যুর সংবাদে যশোরের সাংস্কৃতিক ও সাহিত্য অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। জানাজায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ইকবাল কবির জাহিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি হারুন অর রশিদ, যশোর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী মাজেদ নেওয়াজ প্রমুখ।#