কুষ্টিয়ায় মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন

0
23

কুষ্টিয়ার দৌলতপুর থানার একটি মাদক (ফেনসিডিল) মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এই রায় দেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিনজন পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন দৌলতপুর উপজেলার আতারপাড়া চিলমারি গ্রামের মৃত আহাম্মদ হাওলাদারের ছেলে আলমগীর হোসেন (৩৫), আকবর আলীর ছেলে সেলিম উদ্দিন (৪০), জাহাঙ্গীর হাওলাদারের ছেলে আজিম উদ্দিন (৩৮), মুসলেম খাঁর ছেলে সাইফুল ইসলাম (৩৫) ও আজিজুল হাওলাদারের ছেলে মো. সুফিয়ান (৪০)। আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের পাঁচ জানুয়ারি সীমান্তে ফেনসিডিল পাচারকালে বিজিবির টহল দল আসামিদের ধাওয়া করলে পাচারকারীরা ৫০২ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌসুলি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, পাঁচজনের নাম উল্লেখ করে বিজিবির সদস্যদের দায়ের করা মামলায় দীর্ঘ শুনানি শেষে আজ এই রায় প্রদান করেন আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here