যশোর আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলন নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করনে কর্মপরিকল্পনা

0
32

যশোর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় বক্তারা দলীয় অভ্যন্তরীন গনতন্ত্র চর্চা,প্রশিক্ষিত রাজনৈতিক কর্মী তৈরি,সকল কমিটিতে নারী প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে কর্মপরিকল্পনা,সকল কমিটিতে কাউন্সিলের মাধ্যমে কর্মপরিকল্পনা ও প্রতিনিধি নির্বাচনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। শনিবার যশোরের স্থানীয় একটি হোটেলের হল রুমে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে এই প্রতিনিধি সভায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকমেহেদি হাসান মিন্টু,শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন , স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী মিলন,যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল কবীর বিজু,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাছের হোসেন প্রমুখ।
আলোচকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের এখন হাইব্রিট নেতাদের চাপে দলের প্রকৃত ত্যাগী নেতারা কোন ঠাষা হয়ে পড়েছে।এই অবস্থ থেকে দলকে মুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here