ক্যাসিনো মামলায় যুবলীগের যাকেই গ্রেপ্তার করা হবে তাকেই বহিষ্কার করা হবে। এটা এটা বাবর আলী মন্ত্রণালয় না বা খালেদা জিয়ার মন্ত্রণালয় না। এইটা শেখ হাসিনা সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী। বললেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
শুক্রবার রাজধানীর উত্তরা আজমপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওমর ফারুক বলেন, যারাই ক্যাসিনো চালাবে আমি আইন-শৃঙ্খলাবাহিনীকে বলবো তাদের ধরুন। যত বড় নেতাই হোক, আমি করলেও আমাকে ধরেন।
যুবলীগ চেয়ারম্যান বলেন, সমস্ত পত্রিকা এখন ক্যাসিনোতে ভরা। এই পত্রিকার ইনফরমেশন যদি আমরা আগে পেতাম তাহলে ব্যবস্থা নিতে পারতাম। আইন-শৃঙ্খলা বাহিনী অ্যাকটিভ। একের পর এক ধরছে, যারে ধরবে তারে এক্সফেল (বহিষ্কার) করব। রাজনীতি করার অধিকার থাকবে না। ক্যাসিনো চালাও তুমি যেই হও। তিনি বলেন, ভুল এক জিনিস আর অপরাধ অন্য জিনিস। অপরাধ জেনে শুনে অন্যের ক্ষতি করা। ভুল হবেই। আমি কেন্দ্রের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। অহংকার করবেন না।