প্রেমের টানে বাংলাদেশে আসা ভারতীয় কিশোরী উদ্ধার

0
0

ভারত থেকে বাংলাদেশি প্রেমিকের সাথে চলে আসা তৃষ্ণা জানা নামে ১৪ বছরের এক কিশোরীকে উদ্ধার করেছে যশোরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। বুধবার রাতে রাজবাড়ির কালুখালি উপজেলার পারকুল গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া তৃষ্ণা জানা ভারতের উত্তর চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ থানার অমরাবতী গ্রামের মেয়ে। তৃষ্ণা বাংলাদেশে আসার ঘটনায় তার বাবা ভারতে একটি অপহরণ মামলা করেন।
পিবিআই যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, পারকুল গ্রামের আকবর আলী নামে এক যুবক ভারতের গুজরাটে গার্মেন্টেসে কাজ করতেন। সেখানে থাকা অবস্থায় মোবাইলে তৃষ্ণার সাথে পরিচয় ও প্রেম হয়। এরপর গত ২৭ এপ্রিল তৃষ্ণাকে নিয়ে তিনি বাংলাদেশে চলে আসেন। আকবার আলী মেয়েটিকে দেশে এনে বিয়ে করেন এবং আবারো ভারতে কাজের জন্য চলে যান। এ ঘটনায় তৃষ্ণার বাবা ফ্রেজারগঞ্জ থানায় মামলা করেন। ভারতীয় পুলিশ তদন্তে তৃষ্ণাকে বাংলাদেশে নিয়ে আসার প্রমাণ পায় এবং আকবার আলীকে আটক করেন। এরপর মেয়েটিকে উদ্ধারে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি সংগঠনের মাধ্যমে কাজ শুরু করে পিবিআই। সর্বশেষ বুধবার রাতে তৃষ্ণাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কিশোরীকে আদালতের মাধ্যমে দেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এদিকে, যশোরের মণিরামপুর উপজেলার রাজিচ উদ্দিন হত্যা মামলায় প্রধান অভিযুক্ত পীর মোহাম্মদকে আটক করেছে পিবিআই। অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, এর আগে ইকবাল হোসেন নামে একজনকে আটক করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার কাটেঙ্গা থেকে পীর মোহাম্মদকে আটক করা হয়। সে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here