চল না শুভ্র হই?
?তানিয়া তাজ
আমি তুমি হতে চাই,
হাসছো???
আমি তোমার মত হবো বলিনি তো,
আমি তোমার ভেতরে ঢুকে,
তোমার মাঝে বিলীন হতে চাই।
চলো শরৎ কে বরণ করি,
দুজন দুজনার হাত ধরে
সাদা কাশের এর বনে গিয়ে শুভ্র হই।
সেথায় নিল আকাশের নিচে টলটলে পুকুরে
দুজন পা ডুবিয়ে বসে ,
শরতের আগমনী গানের সুরে নেচে ওঠা
কাশ ফুল দেখি।
এলোমেলো হয়ে যাই দুজন।
কোনো গ্লানি নেই,কোনো হতাশা নেই,
নেই এই যান্ত্রিক জীবনের কোলাহল।
আছে শুধু ভালোবাসা,নির্ভরতা
আর শরতের সাদা কাশ এর আনন্দ নৃত্য।
আমার ভালবাসা যদি তোমার পাগলামি মনে হয়,
তাহলে হোক,এই পাগলামি টা যে বড়ই প্রয়োজন ছিল।
তোমার ঐ শান্ত মুখে একটু হাসির রেখা ফুটে উঠছে দেখতে পাচ্ছি।
এসব ই আমার অশান্ত মনের পাগলামির কৃতিত্ব।
চলো না, শুভ্র হই।
হাত বাড়িয়ে আছি,এসো তোমায় ভাসিয়ে নিয়ে যাই।