যশোর সংবাদদাতা
ঘুষ না পেয়ে ‘আসামির’ স্ত্রীকে ধর্ষণ মামলায় আটক তিন পুলিশের সোর্সের মধ্যে আব্দুল লতিফ বুধবার যশোরের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট আদালত ১৬৪ ধারায় স্বীকারাক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের ইন্সেপেক্টর শেখ মোনায়েম হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শার্শায় গহবধূ সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রফতার তিন আসামিক ১৭ সেপ্টেম্বর দ্বিতীয়দফায় আদালত ২ দিনর রিমান্ড মঞ্জুর করন। বুধবার আসামি আব্দুল লতিফকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট সাইফুদ্দিন হুসাইনর আদালতর হাজির করা হয়। আসামী আদালতে ১৬৪ ধারায় উল্লিখিত ঘটনায় জবানবদী প্রদান করে। বহস্পতিবার অপর দু’আসামি যথাক্রমে কামরুজ্জামান ওরফ কামারুল ও আব্দুল কাদেরকে আদালত হাজির করা হবে।
উল্লখ্য, ৮ সেপ্টেম্বর যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতর বিচারক সাইফুদ্দিন হুসাইন আসামিদর প্রথমদফায় ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১১ সেপ্টেম্বর রিমান্ড শষ হল তদÍ কর্মকর্তা গত ১৬ সেপ্টেম্বর ফের ৩ দিনের রিমান্ড প্রার্থনা করলে ১৭ সেপ্টেম্বর আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর এলাকায় দু’সÍানর জননী এক গহবধূ (৩০) পুলিশের এসআই খায়রুল আলম ও সোর্স কামরুজ্জামান ওরফ কামারুল কর্তৃক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বলে অভিযাগ করা হয়। গত ২৫ আগস্ট ওই মহিলার স্বামীকে পুলিশ আটক করে। সেইসময় তাকে ছেড়ে দেওয়ার শর্তে ৫০ হাজার টাকা দাবি করেন গাড়পাড়া পুলিশ ক্যাম্পর ইনচার্জ এসআই খায়রুল আলম। টাকা না দওয়ায় তাকে ৫০ বোতল ফেনসিডিল দিয়ে চালান দওয়া হয়।
২ সেপ্টেম্বর গভীররাতে এসআই খায়রুল, সোর্স কামারুলসহ চারজন ওই গহবধূর বাড়িত যান এবং আবারও ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এসআই খায়রুল ও কামারুল তাকে ধর্ষণ করেন বলে ওই গহবধূ অভিযাগ করেন।
৩ সেপ্টেম্বর সকালে ওই গহবধূ যশোর জেনারল হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করাতে এলে বিষয়টি চাউর হয়ে যায়। ডাক্তারি পরীক্ষার জন্য সেদিন বিকেলেই আলামত সংগ্রহ করেন ডাক্তাররা।
ধর্ষণের এই ঘটনায় ওই গৃহবধূ ৩ সেপ্টেম্বর রাত শার্শা থানায় একটি মামলা (মামলা নম্বর-০৪/০৩.০৯.১৯) করেন। মামলায় এসআই খায়রুলের নাম রাখা হয়নি। বাদী ওই গৃহবধূ পরে সাংবাদিকদের জানান, ভয়ে তিনি পুলিশের নাম অÍর্ভুক্ত করনেনি। মামলায় আসামি করা হয় শার্শার চটকাপাতা এলাকার কামরুজ্জামান ওরফ কামারুল, লক্ষণপুর এলাকার আব্দুল লতিফ ও আব্দুল কাদেরকে এবং একজনকে অজ্ঞাত আসামি করা হয়।
৫ সেপ্টেম্বর যশোর জেনারল হাসপাতালের আবাসিক মডিক্যাল অফিসার(আরএমও) ডা. আরিফ আহমদ জানান, ডাক্তারি পরীক্ষায় ধর্ষণর আলামত পাওয়া গেছে।
৬ সেপ্টেম্বর মামলার তদÍর দায়িত্ব পায় পুলিশ ব্যুরা অব ইনভস্টিগেশন- পিবিআই যশোর। মামলার তদÍন্ত কর্মকর্তা নিযুক্ত হন ইনসপক্টর শখ মোনায়েম হাসান। দায়িত্ব পেয়েই তিনি নির্যাতিত ওই গৃহবধূ ও মামলা বাদীর বাড়ি পরিদর্শন ও জবানবন্দি গ্রহণ করেন।
৭ সেপ্টেম্বর ভিকটিমের সায়াপ কালেকশন করে ডিএনএ প্রোফাইলের জন্য সিআইডি হেড কোয়ার্টার্সে পাঠানা হয় এবং মামলার আসামিদের ডিএনএ পরীক্ষার জন্যও উদ্যাগ নেওয়া হয়। ওইদিন রাত শার্শা থানার ওসি এম মশিউর রহমানক বদলি করা হয়। #
সাকিরুল কবীর রিটন
ঘুষ না পেয়ে ‘আসামির’ স্ত্রীকে ধর্ষণ মামলায় আটক তিন পুলিশের সোর্সের মধ্যে আব্দুল লতিফ বুধবার যশোরের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট আদালত ১৬৪ ধারায় স্বীকারাক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের ইন্সেপেক্টর শেখ মোনায়েম হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শার্শায় গহবধূ সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রফতার তিন আসামিক ১৭ সেপ্টেম্বর দ্বিতীয়দফায় আদালত ২ দিনর রিমান্ড মঞ্জুর করন। বুধবার আসামি আব্দুল লতিফকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট সাইফুদ্দিন হুসাইনর আদালতর হাজির করা হয়। আসামী আদালতে ১৬৪ ধারায় উল্লিখিত ঘটনায় জবানবদী প্রদান করে। বহস্পতিবার অপর দু’আসামি যথাক্রমে কামরুজ্জামান ওরফ কামারুল ও আব্দুল কাদেরকে আদালত হাজির করা হবে।
উল্লখ্য, ৮ সেপ্টেম্বর যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতর বিচারক সাইফুদ্দিন হুসাইন আসামিদর প্রথমদফায় ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১১ সেপ্টেম্বর রিমান্ড শষ হল তদÍ কর্মকর্তা গত ১৬ সেপ্টেম্বর ফের ৩ দিনের রিমান্ড প্রার্থনা করলে ১৭ সেপ্টেম্বর আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর এলাকায় দু’সÍানর জননী এক গহবধূ (৩০) পুলিশের এসআই খায়রুল আলম ও সোর্স কামরুজ্জামান ওরফ কামারুল কর্তৃক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বলে অভিযাগ করা হয়। গত ২৫ আগস্ট ওই মহিলার স্বামীকে পুলিশ আটক করে। সেইসময় তাকে ছেড়ে দেওয়ার শর্তে ৫০ হাজার টাকা দাবি করেন গাড়পাড়া পুলিশ ক্যাম্পর ইনচার্জ এসআই খায়রুল আলম। টাকা না দওয়ায় তাকে ৫০ বোতল ফেনসিডিল দিয়ে চালান দওয়া হয়।
২ সেপ্টেম্বর গভীররাতে এসআই খায়রুল, সোর্স কামারুলসহ চারজন ওই গহবধূর বাড়িত যান এবং আবারও ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এসআই খায়রুল ও কামারুল তাকে ধর্ষণ করেন বলে ওই গহবধূ অভিযাগ করেন।
৩ সেপ্টেম্বর সকালে ওই গহবধূ যশোর জেনারল হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করাতে এলে বিষয়টি চাউর হয়ে যায়। ডাক্তারি পরীক্ষার জন্য সেদিন বিকেলেই আলামত সংগ্রহ করেন ডাক্তাররা।
ধর্ষণের এই ঘটনায় ওই গৃহবধূ ৩ সেপ্টেম্বর রাত শার্শা থানায় একটি মামলা (মামলা নম্বর-০৪/০৩.০৯.১৯) করেন। মামলায় এসআই খায়রুলের নাম রাখা হয়নি। বাদী ওই গৃহবধূ পরে সাংবাদিকদের জানান, ভয়ে তিনি পুলিশের নাম অÍর্ভুক্ত করনেনি। মামলায় আসামি করা হয় শার্শার চটকাপাতা এলাকার কামরুজ্জামান ওরফ কামারুল, লক্ষণপুর এলাকার আব্দুল লতিফ ও আব্দুল কাদেরকে এবং একজনকে অজ্ঞাত আসামি করা হয়।
৫ সেপ্টেম্বর যশোর জেনারল হাসপাতালের আবাসিক মডিক্যাল অফিসার(আরএমও) ডা. আরিফ আহমদ জানান, ডাক্তারি পরীক্ষায় ধর্ষণর আলামত পাওয়া গেছে।
৬ সেপ্টেম্বর মামলার তদÍর দায়িত্ব পায় পুলিশ ব্যুরা অব ইনভস্টিগেশন- পিবিআই যশোর। মামলার তদÍন্ত কর্মকর্তা নিযুক্ত হন ইনসপক্টর শখ মোনায়েম হাসান। দায়িত্ব পেয়েই তিনি নির্যাতিত ওই গৃহবধূ ও মামলা বাদীর বাড়ি পরিদর্শন ও জবানবন্দি গ্রহণ করেন।
৭ সেপ্টেম্বর ভিকটিমের সায়াপ কালেকশন করে ডিএনএ প্রোফাইলের জন্য সিআইডি হেড কোয়ার্টার্সে পাঠানা হয় এবং মামলার আসামিদের ডিএনএ পরীক্ষার জন্যও উদ্যাগ নেওয়া হয়। ওইদিন রাত শার্শা থানার ওসি এম মশিউর রহমানক বদলি করা হয়। #