ইয়াবাসহ ৫ পুলিশ সদস্য গ্রেফতার

0
30

ইয়াবাসহ ৫ পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। গ্রেফতারকৃতরা হলো: ১ম আর্মড পুলিশ ব্যাটালিয়নের ১। কনস্টেবল প্রশান্ত মন্ডল, ২। নায়েক মোঃ জাহাঙ্গীর আলম, ৩। কনস্টেবল মোঃ রনি মোল্লা, ৪। কনস্টেবল মোঃ শরিফুল ইসলাম ও ৫। গুলশানার থানার এএসআই (নিঃ) মাসুদ আহমেদ মিয়াজী।

উত্তরা পূর্ব থানা সূত্রে জানানো হয় ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১ম আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসআই (নিঃ) মোঃ আবু জাফর সঙ্গীয় ফোর্স সহ দক্ষিণ খান থানার হাজি ক্যাম্প এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে জানতে পারেন উত্তরার ১ম এপিবিএন ১ নম্বর ব্যারাক ভবনে পুলিশ সদস্যরা ইয়াবা ভাগ বাটোয়ারা করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে বিকাল চারটায় ব্যারাক ভবনে পৌঁছে প্রশান্ত, রনি ও শরিফুলকে পায়। তখন তাদের দেহ তল্লাশী করে প্রশান্ত’র ফুল প্যান্টের পকেট হতে ১৫৮ পিস ইয়াবা উদ্ধার করেন। প্রশান্তকে জিজ্ঞাসাবাদে তার ব্যবহৃত ট্রাংক হতে আরো ৩৯৪ পিস ইয়াবাসহ প্রশান্ত’র নিকট থেকে সর্বমোট ৫৫২পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত কনস্টেবল শরিফুলের হেফাজত হতে ইয়াবা বিক্রির নগদ ১৫০০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও শরিফুল জানায় সে কনস্টেবল রনির কাছ থেকে ১৮৫০০ টাকায় ১৫০ পিস ইয়াবা ক্রয় করেছে।

গ্রেফতারকৃত প্রশান্তকে জিজ্ঞাসাবাদে সে আরো জানায় গত ১১ সেপ্টেম্বর গুলশান থানার গুদারাঘাট এলাকায় চেক পোস্টে ডিউটি করাকালীন একটি মোটর সাইকেলকে সিগন্যাল দেয় এবং সন্দেহ হলে তল্লাশী করে মোটর সাইকেল আরোহীর কাছ থেকে ইয়াবা উদ্ধার করে মোটর সাইকেল আরোহীকে পরস্পর যোগসাজশে ছেড়ে দেয়। উদ্ধারকৃত ইয়াবা হতে এএসআই মাসুদ আহমেদ মিয়াজী ২০০পিস এবং নায়েক জাহাঙ্গীর আলম ১৫০পিস ইয়াবা নিজের কাছে রেখে দেয়। এ ঘটনার প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে উত্তরা পুর্ব থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু হয়।

গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আজ ১৬ সেপ্টেম্বর, ২০১৯ বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত কনস্টেবল প্রশান্ত, এএসআই মাসুদ ও নায়েক জাহাঙ্গীরকে ৩ দিনের এবং কনস্টেবল রনি ও শরিফুলকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে। তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here