আঙ্কারায় এরদোগান-রুহানির রুদ্ধদ্বার বৈঠক

0
28

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হওয়ার আগে সোমবার হাসান রুহানি এবং রজব তাইয়্যেব এরদোগান তুরস্কের রাজধানী আংকারায় এ বৈঠক করলেন। শান্তিপূর্ণ উপায়ে সিরিয়াযর মানবিক সংকট নিরসনের লক্ষ্যে ইরান, রাশিয়া এবং তুরস্ক এই বৈঠকে বসছে।

তার আগে ইরান ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান রুদ্ধদ্বার এ বৈঠক করলেন। ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, দুই প্রেসিডেন্ট পারস্পারিক স্বার্থ নিয়ে আলোচনা করেন। ইরান এবং তুরস্কের যৌথ কমিশন আগামী কয়েকদিনের মধ্যে পরবর্তী বৈঠকে বসবে। তার আগে হাসান রুহানি তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা করলেন। গত রাতে ইরানি প্রেসিডেন্ট তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছান। প্রেসিডেন্ট এরদোগানের আনুষ্ঠানিক আমন্ত্রণে তিনি এ সফরে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here