গাজীপুরে ট্রেনের নীচে কাটা পড়ে স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত ॥

0
0

গাজীপুরে শনিবার সন্ধ্যায় ট্রেনের নীচে কাটা পরে স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত এক হেলথ ইন্সপেক্টর নিহত হয়েছেন। নিহতের নাম যোগেন্দ্র চন্দ্র রায় (৭২)। তিনি নীলফামারী জেলা সদর থানার থানাপাড়া এলাকার মৃত বেলচা রায়ের ছেলে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এএসআই সানু মং মার্মা ও নিহতের ছেলে গাজীপুর ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক তমাল রায় জানান, শনিবার সন্ধ্যায় জয়দেবপুর রেলওয়ে জংশন ষ্টেশনে রেল লাইন পার হওয়ার সময় যোগেন্দ্র চন্দ্র রায়ের একটি পা রেললাইনে আটকে যায়। এসময় জয়দেবপুর ষ্টেশন থেকে ছেড়ে যাওয়া চাঁপাই নবাবগঞ্জ গামী আন্তঃনগর চাঁপাই এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়েন তিনি। এতে তার কোমর থেকে ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যোগেন্দ্র চন্দ্র রায়কে মৃত ঘোষণা করেন। তিনি নীলফামারী জেলায় স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত হেলথ ইন্সপেক্টর ছিলেন। তিনি গাজীপুর জেলা শহরের মধ্যছায়াবিথী এলাকায় বসবাস করতেন।

মোস্তাফিজুর রহমান টিটু
স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here