আজ ১৩ সেপ্টেম্বর(শুক্রবার) সকাল সাড়ে ৯ টাই খাগড়াছড়ি জেলার মহালছড়ি বাবুপাড়া আম্রকানন বৌদ্ধ বিহারে শুভ মধু পূর্ণিমা উদযাপিত হয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা। বৌদ্ধদের ত্রৈমাসিক বর্ষাবাস যাপনের দ্বিতীয় পূর্ণিমা তিথিতে এই পূর্ণিমা উৎসব পালন করা হয়। মিলন কান্তি চাকমার ত্রিশরণ ও পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পঞ্চশীল প্রদান করেন অত্র বিহারের অধ্যক্ষ শাসনাপ্রিয় মহাস্থবীর। অনুষ্ঠানে বুদ্ধ পূজা,সীবলি বুদ্ধ পূজা, উপগুপ্ত বুদ্ধ পূজা,বুদ্ধ মূর্তি দান, পিন্ড দান,হাজার প্রদীপ দান, অষ্টপরিষ্কার দান,সংঘদান সহ নানাবিধ দান করা হয়। অনুষ্ঠানে জগতের সকল প্রাণির মঙ্গলার্থে বিশেষ প্রার্থনা করা হয়।
উল্লেখ্য গৌতম বুদ্ধের স্মৃতি বিজরিত ঘটনাকে কেন্দ্র করে শুভ মধু পূর্ণিমা পালন করা হয়। এই ভাদ্র পূর্ণিমা তিথিতে বুদ্ধ কৌশাম্বীতে বসবাস করার সময় ভিক্ষুদের মধ্যে কলহ দেখা দিলে ভিক্ষুদের ত্যাগ করে এক গহীন জংগলের পারিল্যেয় নামক বনে ভদ্রশাল গাছের নিচে আশ্রয় নেন। সেখানেই বসবাস করতেছিলো এক হাতি। হাতিটি নিজের ইচ্ছায় বুদ্ধকে সেবা করতে লাগলো,হাতিটি বুদ্ধকে নিজের শূঁড় দিয়ে পানি,নানা রকম ফল মূল দান করতে লাগলো,হাতি কতৃক বুদ্ধকে সেবা করতে দেখে সেই বনে বসবাসকারী এক বানর ও বুদ্ধকে আগ্রহ সহকারে শ্রদ্ধা চিত্তে বন থেকে মধু সংগ্রহ করে বুদ্ধকে মধু দান করে।
এই ঘটনাটি সংঘটিত হয়েছিলো ভাদ্র পূর্ণিমাতে। তাই বৌদ্ধরাও এই দিনে মধু দান করে শুভ মধু পূর্ণিমা উদযাপন করে।
মিল্টন চাকমা কলিন,(খাগড়াছড়ি)মহালছড়ি