বিশেষ রিপোট ,যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু

0
0

সাকিরুল কবীর রিটন
যশোরে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তার নাম মেহেরুন নিসা (৫০)। বাড়ি মণিরামপুর উপজেলার সালামতপুর গ্রামে। । তিনি ওই গ্রামের আব্দুর রাজ্জাক দফাদারের স্ত্রী ।এই নিয়ে মনিরামপুর উপজেলার ৭জন মারা গেলেন। এদিকে মেহেরুনের স্বজন আলম জানান, গত ৬ সেপ্টেম্বর মেহেরুন নেছা ডেঙ্গুতে আক্রান্ত হলে তাকে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ডাক্তার ১০ সেপ্টেম্বর তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করে।
যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেহেরুনের ব্রেন স্ট্রোক হয়। ডাক্তার তাকে খুলনায় রেফার করে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবন্নতি হয়। ডাক্তাররা তাকে বাড়ি নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
বৃহস্পতিবার রাতে বাড়ি নিয়ে আসার সময় পথি মধ্যে মেহেরুনের মৃত্যু হয়। এ নিয়ে যশোরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হল।
এর আগে যশোরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মনিরামপুর উপজেলার ৭জনসহ আরো ১০ জন মারা যায়। এরা হচ্ছেন মনিরামপুর উপজেলার আব্দুল গাফ্ফার । ডেঙ্গুতে আক্রান্ত হংে ১৭ আগষ্ঠ যশোর আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেবার পর ২০ আগষ্ট তিনি এবং ২৪ আগষ্ট ঝাপার শুকুর আলী ঢাকায় চিকিৎসাধীণ অবস্থায় মারা যান। এই আগে ১৩ আগষ্ট যশোর ২৫০ শয্যা হাসপাতালে মারা যায় একই উপজেলার মধুপুর গ্রামের আসাদুল্লাহর ছেলে স্কুল ছাত্র আরিফ (১২)।২৭ আগষ্ট যশোর ২৫০ শয্যা হাসপাতালে মারা যান।৩১ আগষ্ট মারা যান কেশবপুরের বরনঢালী গ্রামের রুহুল কুদ্দস। চৌগাচা উপজেলা স্বরুপদাহ ইউনি৩ সেপ্টেম্বর মারা যান বাঘারপাড়া ভাঙ্গুড়া গ্রামের শাহজাহান।৫ সেপ্টেমবর খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বাঘারপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সোহাগের ৫ বছরের মেয়ে শ্রবন্তী।৭ সেপ্টেম্বও মারা যান চৌগাছ্ াউপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বাগারদাড়ি গ্রামের আব্দুল ওয়াদুদ। ১০ সেপ্টেম্বও মারা যান কেশবপুরের মশ্মিমনগর গ্রামের ইন্তাজ আলীর স্ত্রী জাহানার বেগম।১১ সেপ্টম্বও মারা যান মনিরামপুরের আব্দুল কাদেরের স্ত্রী জাহিদা (৩৬)। ৯ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হলে জাহিদা বেগমকে যশোর আড়াই শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার কোন উন্নতি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার কথা বলা হয়। পরিবারের আর্থিক সঙ্গতি না থাকায় ঢাকায় নেয়া সম্ভব হয়নি। বুধবার ১১ সেপ্টেম্বর সকালে জাহিদা মারা যান।
তিনি বলেছেন, গত ২৪ ঘন্টায় যশোরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন ৯০ জন রোগী ভর্তি হয়েছে। এছাড়া এপর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ২১২১ জন। সুস্থ্য হয়ে বাড়ি চলে গেছে ১৮ শ ৭০ জন। বর্তমানে জেলায় ভর্তি রয়েছে ২ শ ৫১ জন রোগী। এর মধ্যে জেনারেল হাসপাতালে ১ শ ৩ জন, সাত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ১ শ ১৪ জন, অন্যান্য বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৩৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। #

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here