‘সাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০১৯ খ্রিঃ দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদের কার্যালয় থেকে বের হয়ে পৌর সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হল রুম কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা, সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাবু তপন কুমার চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রাণী দাশ এবং উপজেলা সদরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়/ উচ্চ বিদ্যালয়ে’র শিক্ষক ও ছাত্র /ছাত্রী বৃন্দ। বক্তারা বলেন, আজকের আধুনিক বিশ্বে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার হলেও সমস্ত বিশ্বের মানুষ আজও শিক্ষার আলো গ্রহণ করতে পারেনি। এমনকি নিজের পরিচয়ও লিখতে পারে না লক্ষ লক্ষ মানুষ। তাদের সাক্ষরতাদানের উদ্দেশ্যে ইউনেস্কো ৮ সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৬৫ সালের ৮-১৯ সেপ্টেম্বর ইউনেস্কোর উদ্যোগে ইরানের তেহরানে বিশ্ব সাক্ষরতা সম্মেলন হয়। ওই সম্মেলনে প্রতিবছর ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালনের প্রস্তাব করা হয়। পরে ১৯৬৫ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। আর ১৯৬৬ সালে ইউনেস্কো প্রথম দিবসটি উদয্যাপন করলেও ১৯৭২ সাল থেকে বাংলাদেশে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হচ্ছে। সবার ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে দেশের সাক্ষরতার হার শতভাগে উন্নীত করে দেশের প্রতিটি নাগরিককে মানবসম্পদে পরিণত করা এখন সময়ের দাবি। সবাই মিলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত ‘সোনার বাংলা’ গড়ে তোলার আহ্বান জানানো হয় সভায়।
স্বপন কর্মকার, (লামা, বান্দরবান) প্রতিনিধি