পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলে যাতে কোনো সহিংসতার সৃষ্টি না হয় সে জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। রক্তাক্ত তাজিয়া মিছিল নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান তিনি। আজ শনিবার সকালে রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত হোসনি দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। আছাদুজ্জামান মিয়া জানান, শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল ঘিরে যেন কোনো সহিংসতার সৃষ্টি না হয় তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। মিছিল ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে। তাজিয়া মিছিলের সব স্থান সিসি ক্যামেরার আওতায় থাকবে।
তিনি বলেন, ‘আশুরা উপলক্ষে রক্তাক্ত তাজিয়া মিছিল নিষিদ্ধ করা হয়েছে। তারা (শিয়া সম্প্রদায়) যখন মিছিল করবে, সেই মিছিলে কোনো ধাতব বস্তু, ছোড়া, তরবারি, বর্শা বা আগুনের কোনো ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।’ এ মিছিলে আতশবাজি ও বাদ্যযন্ত্রের ব্যবহার নিষিদ্ধ থাকবে বলেও জানান তিনি। এ সময় রাজধানীতে কোনো কিশোর গ্যাংয়ের অস্তিত্ব রাখা হবে না বলে জানান ডিএমপি কমিশনার।