নারায়ণগঞ্জে ওয়েস্ট এনার্জি প্লান্ট করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

0
16

নারায়ণগঞ্জে ওয়েস্ট (বর্জ্য) এনার্জি পাওয়ার প্লান্ট করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আজ শনিবার সকালে জেলার সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। নসরুল হামিদ বলেন, ‌‌‘নারায়ণগঞ্জে ওয়েস্ট (বর্জ্য) এনার্জি পাওয়ার প্লান্ট করতে চাচ্ছি। এ নিয়ে প্রায় তিনবার টেন্ডার দিতে চেয়েছিলাম, কিন্তু কেউ আসতে চায় না। ছোট পাওয়ার প্লান্ট তো, আবার আপনাদের এখানে বেশি বর্জ্য নাই। পাওয়ার প্লান্টের জন্য বেশি বর্জ্য দরকার হয়। আমরা আবারও টেন্ডার দিয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশ, জায়গা যেটা দেওয়া হয়েছে সেখানে অবশ্যই পাওয়ার প্লান্ট করতে হবে এবং সর্বপ্রথম প্রজেক্ট হলো নারায়ণগঞ্জ।’

আগামী বছর মুজিববর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিদ্যুৎ বিভাগ থেকে আমরা এক ঘণ্টা বেশি কাজ করব। আমরা সেবা বর্ষ হিসেবে পালন করব।’ এসময় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন খুব জরুরি ছিল বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘সুন্দর স্কুল হয়েছে; কিন্তু পরিচালনার দিকেও একটু নজর রাখবেন। খরচ বেশি পড়লেও ভালো শিক্ষক দরকার। সবকিছু সফল হবে যদি একজন ভালো শিক্ষক থাকে। আমাদের প্রচুর ভালো স্কুল ও কলেজ দরকার।’

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান বলেন, ‘বিদ্যুৎ সেক্টর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ পাওয়ার জেনারেশন না হয় তাহলে তো দেশের উন্নয়ন এগোবে না। সে জেনারেশনের দায়িত্বও কিন্তু প্রধানমন্ত্রী একজন সঠিক লোকের হাতে তুলে দিয়েছেন। আমরা যে স্বপ্ন নিয়ে আগাচ্ছি এই স্বপ্নতে অনেক দিক দিয়ে বাধা আসছে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ, ইজিসিবির এমডি অরুণ কুমার সাহা, জেলা প্রশাসক মো. জসিমউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here