কিছু অসহায় চাওয়া – তানিয়া তাজ

0
0

কিছু অসহায় চাওয়া…

বন্ধু ,তোমার ঐ হাত টা ,
যেটা এই মাত্র পকেট এ ঢোকালে,
সেই হাত টা আমার চাই।
বন্ধু,তোমার ঐ হাসিটা ,
যেটা একটু আগে আমায় দেখে হাসলে,
ওই হাসিটা আমার চাই।
তোমার গালের গভীর টোল এর ভাঁজে
আমি আজীবন বেঁচে থাকতে চাই।
তোমার প্রথম আহ্বানের ইশারা টা
যদিও বুঝতে একটু সময় লেগেছে,
তার জন্যে করজোড়ে ক্ষমা চাই।
এই ,একটু শোন,একটু দেখো,
আমার চোখের টলটলে পুকুরে
তোমার মুখ খানি ভাসে,
সেই পুকুরে আজীবন তোমার মুখটাই ভাসুক,
এটাই আমি চাই।
কখনো তোমার চোখে চোখ রাখতে পারিনি,
তুমি তাকালেই কি এক লজ্জায়
আমার মাথা নত হয়ে যায়।
বিশ্বাস করো,
তোমার ঐ মায়া ভরা চোখে
আমি আমার মুখটাই দেখতে চাই।
দাওনা একটা মূহুর্ত,তোমার ঐ চোখে চেয়ে,
একবার শুধু আমাকে দেখতে চাই।
এতটা কার্পণ্য কি মেনে নেওয়া যায়?
শুধু একটা মূহুর্ত ই তো চাই।
সেদিন তোমার হাতের স্পর্শ
আমায় যে স্বর্গ সুখ দিয়েছিল,
সেই সুখ টা একবার,শুধু আর একবার
আমি আপন করে পেতে চাই।
বলনা,এই চাওয়া গুলো কি খুব বেশি?
চাইলেই কি তুমি তোমার অস্তিত্ব বিলীন করতে পারবে আমার মন থেকে?
চাইলেই কি পারবে আমার চাওয়াকে অবদমিত করতে?
নাহ,এত ক্ষমতা তোমার নেই।
তাই আমার যত চাওয়া,
সব তোমার কাছেই চাই।
ভালোবাসি,খুব ভালোবাসি,
তাই তোমার কাছেই চাই।

? তানিয়া তাজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here