চীনের একটি প্রাথমিক বিদ্যালয়ে ছুরি দিয়ে হামলায় আট শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার সকালে চীনের মধ্যাঞ্চলের হুবেই প্রদেশের চাওইয়াংপো গ্রামের ওই স্কুলে এ হামলা করে ৪০ বছর বয়সী এক ব্যক্তি। এ হামলায় আরও দুই শিশু আহত হয়েছে। ফরাসী বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিদ্যালয়ে হামলাকারী ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আহত দুই শিশুকে উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় সরকারের পক্ষে এক বিবৃতিতে বলা হয়, আহতদের পুনর্বাসন এবং চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদ্যালয়টির শিশু শিক্ষার্থীদের মানসিক কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করেছেন তারা।
কীভাবে এতগুলো শিশুকে হত্যা করা হলো, বিদ্যালয় কর্তৃপক্ষ সে বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ইতিমধ্যেই হামলার সিসিটিভি ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি চীনের বিভিন্ন বিদ্যালয়ে ছুরি নিয়ে হামলার ঘটনা বেড়েই চলেছে। এর আগে গত এপ্রিলে মধ্যাঞ্চলের হুনান প্রদেশের একটি প্রাথমিক বিদ্যালয়ে এক ব্যক্তির ছুরি হামলায় দুজন নিহত হয়। তার আগে গত বছরের অক্টোবরে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশের একটি কিন্ডারগার্টেন স্কুলে এক নারীর ছুরি হামলায় ১৪ শিশু আহত হন।