যশোরের নওয়াপাড়ার ভৈরব সেতুতে উদ্বোধনের আগেই ফাটল দেখা দিয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। শঙ্কায় পড়েছেন এই সেতু দিয়ে যাতায়াতকারীরা। কর্তৃপক্ষ বলছে, নির্মাণকাজ এখনো চলছে। যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় ভৈরব নদের ওপর ৭৮ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে বহুল প্রত্যাশিত ভৈরব সেতু। স্থানীয়দের অভিযোগ, ম্যাক্স রেংকিন জয়েন্ট ভেঞ্চার নামের একটি প্রতিষ্ঠান চলতি বছরের জুনের সেতুটির নির্মাণ কাজ শেষ করে। কিন্তু উদ্বোধনের আগেই সেতুর মাঝ বরাবর কয়েকটি ফাটল দেখা যায়। ফাটলের স্থানে পুনরায় সিমেন্ট-বালি ইত্যাদি দিয়ে মেরামত করছে কর্তৃপক্ষ। তবে এমন অবস্থায় আতঙ্কিত চলাচলকারীরা। তারা চাইছেন এই কাজ যেন সঠিকভাবে সম্পন্ন হয়।
স্থানীয়রা জানান, ভাঙ্গা অংশগুলো দিনের বেলা ঢেকে রেখে রাতে সেগুলো মেরামত করা হত। মাঝখান থেকে ফাটল ধরেছে, দুই সাইডে ফাটল ধরেছে। যখন ব্রিজের দুই পাশ দিয়ে রড দেয়া হবে তখন দুর্ঘটনা ঘটতে পারে। এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মির্জা মো.ইফতেফার আলী জানান, এটা মূল সেতুর কোনও ফাটল নয়। তিনি আরো জানান, এর পরেও যদি কোনো ত্রুটি থাকে তবে তা ঠিক করে দেয়া হবে। ২০১৫ সালের জুনে শুরু হয় ভৈরব সেতুর নির্মাণকাজ। এটির দৈর্ঘ্য ৭’শ মিটারের বেশি।