চলতি ইউএস ওপেনের শেষ ষোলোর চতুর্থ রাউন্ডে বেলজিয়ামের ডেভিড গফিনকে সহজেই হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন পাঁচবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার। অন্যদিকে নারী দলের পেত্রা মার্তিচকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেন ছয়বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসন। ৩৮ বছর বয়সি সুইস তারকা ফেদেরার গফিনের বিরুদ্ধে নিউইয়র্কে ম্যাচটি জেতেন মাত্র ৭৮ মিনিটেই। ৬-২, ৬-২, ৬-০ গেমে।
২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত টানা পাঁচবার ইউএস ওপেন শিরোপা জেতা ফেদেরার এই নিয়ে ১৩তম বারের মতো কোয়ার্টার ফাইনালে উঠলেন। শেষ আটে তিনি বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভের মুখোমুখি হবেন। দিমিত্রভ অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরকে ৭-৫, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে শেষ আটে উঠেছেন।
আর এদিকে নারী দলে ৩৭ বছর বয়সি মার্কিন তারকা পেত্রা মার্তিচকে হারান ৬-৩, ৬-৪ গেমে।রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্লাম শিরোপার খোঁজে থাকা সেরেনা শেষ সেটের সময় অবশ্য গোড়ালির সমস্যায় ভুগেছেন। নিতে হয়েছে সেবাশুশ্রুষাও।
শেষ আটে চীনের ওয়াং কিয়াংয়ের মুখোমুখি হবেন সেরেনা। এবার তিনি ইউএস ওপেন জিতলে টেনিসের উন্মুক্ত যুগে মার্গারেট কোর্টের সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের রেকর্ড স্পর্শ করবেন।