মহালছড়িতে যুব রেড ক্রিসেন্ট কতৃক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

0
58

খাগড়াছড়ি জেলার মহালছড়িতে ১ সেপ্টেম্বর(রবিবার) সকাল ৯.৩০মিনিটে মহালছড়ি যুব রেড ক্রিসেন্ট শাখা এর উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। সারা দেশ ব্যাপী ডেঙ্গু প্রতিরোধের অংশ হিসেবে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহালছড়ি বাজারের পানির ট্যাংক সহ আশেপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও মহালছড়ির নিচের বাজার এলাকায় জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণসংযোগ চালায় মহালছড়ি যুব রেড ক্রিসেন্ট শাখা।

এই অভিযানে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জসিমউদদীন,যুব রেড ক্রিসেন্ট এর যুব প্রধান ও মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ,উপ-যুব প্রধান ও উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি রিপন ওঝা,যুব রেড ক্রিসেন্টের স্বাস্থ্য বিভাগীয় প্রধান রিমন মিয়া,জনসংযোগ প্রধান খলিলুর রহমান,প্রশিক্ষণ প্রধান বিনয় ভূষণ শাস্ত্রী,আলোর ফেরিওয়ালা সংগঠনের সভাপতি আলমগীর হোসেন জনি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন,বিডি ক্লিন এর উপ সমন্বয়ক কাকন কর্মকার ও বিভিন্ন সংগঠনের সেচ্ছাসেবী সহ সাধারন মানুষ অংশগ্রহণ করে।

যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আব্দুর রশিদ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে সুস্থ থাকার বার্তা ছড়িয়ে দেওয়া যুব রেড ক্রিসেন্টের মূল লক্ষ্য। এই সময় তিনি সবাইকে নিজ নিজ জাইগা থেকে সচেতন থেকে সবাইকে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহবান জানান।

মিল্টন চাকমা কলিন,মহালছড়ি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here