বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় ঢাকা উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাছিদ আঞ্জুর পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়। আজ রোববার রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে জিয়ার মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রোববার সকালে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে বিএনপির কেন্দ্রীয় নেতারা প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ঢাকা মহানগরসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ফুল দিয়ে ফুল শ্রদ্ধা নিবেদন করেন।
তবে দলের সিনিয়র নেতারা চলে যাওয়ার পর ফুল দেওয়ার সময় ঢাকা মহানগর উত্তরের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাছিদ আঞ্জুর পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়। পরে খালি গায়ে তাকে মাজার এলাকা ত্যাগ করতে দেখা যায়। এর আগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে বিএনপির সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়া বিকেল ৩টায় রাজধানীর রমনা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।