রাস্তায় গর্তের সৃষ্টি হয়ে মহালছড়ির বাবুপাড়া ও নোয়াপাড়া এলাকার বাসিন্দাদের দূর্ভোগ চরমে।

0
0

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার অন্তর্গত বাবুপাড়া গ্রামের সাথে বাবুপাড়া আম্রকানন বৌদ্ধ বিহার ও নোয়াপাড়া এলাকার সংযোগকারী একমাত্র রাস্তাটি গত বর্ষায় ভেঙে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে দূর্ভোগ পহাতে হচ্ছে আম্রকানন বৌদ্ধ বিহারের দায়ক/দায়িকা সহ নোয়াপাড়া এলাকায় বসবাসকারী প্রায় শতাধিক পরিবারের।

সরেজমিনে গিয়ে দেখা যায় বর্ষার পানি বের হয়ে যাওয়ার জন্য রাস্তার মাঝখানে একটি ছোট কালভার্ট রয়েছে। এই কালভার্টটি বর্ষার পানি বের হয়ে যাওয়ার জন্য যতেষ্ট নয়, যার ফলে কালভার্টের আগে রাস্তাটি বর্ষার পানির চাপ সহ্য করতে না পেরে ভেঙে গিয়ে একটি বড় গর্তের সৃষ্টির হয়েছে।

এলাকাবাসী রাস্তার উপর দুইটা গাছ দিয়ে কোনো রকম চলাচলের ব্যবস্থা করলে ও স্কুলের পড়ুয়া ছোট্ট বাচ্চা ও বয়স্করা খুবই ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়, যার ফলে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে যেকোনো মূহুর্তে। বাবুপাড়া আম্রকানন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শাসনা প্রিয় মহাস্থবীর ভিক্ষু বলেন কঠিন চিবর দান অনুষ্টানের আগে রাস্তাটি মেরামত করা না হলে আসা যাওয়া খুবই কষ্টকর হবে। অত্র বিহার কমিটির সাধারণ সম্পাদক ও মহালছড়ি উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা প্রবীন চন্দ্র চাকমা বলেন রাস্তাটি আগে অনেক বড় ছিলো প্রতিবছর একটু একটু করে ভেঙে যাওয়ার ফলে এখন ছোট হয়ে গেছে,যার ফলে রাস্তাটি বর্ষার পানির চাপ সহ্য করতে না পেরে ভেঙে গিয়ে গর্তের সৃষ্টি হয়। তিনি আরো বলেন সম্পূর্ণ রাস্তাটির দুই দিকে ইটের ওয়াল দিয়ে পানি যাওয়ার জন্য পরিমাণ মত জাইগা রেখে কালভার্ট তৈরি করা প্রয়োজন,না হলে রাস্তাটি টিকে থাকবে না। এই জন্য তিনি সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।

নোয়াপাড়া এলাকার বাসিন্দা মংসাথৈাই মারমা বলেন এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। রাস্তাটি দ্রুত মেরামত করা না হলে দূর্ভোগ আরো বাড়বে। এই ব্যাপারে মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি রতন কুমার শীলের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি পরবর্তী এডিবি বাজেট থেকে পর্যায়ক্রমে সমস্যা সমাধান করে দেওয়ার আশ্বাস দেন।

মিল্টন চাকমা(কলিন),মহালছড়ি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here