ইমামকে হত্যা করলেন আরেক ইমাম!

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মল্লিকপাড়া জামে মসজিদের ইমাম দিদারুল ইসলামকে গলা কেটে হত্যার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওহিদুর জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ছয় দিন পর তথ্য-প্রযুক্তির মাধ্যমে আজ বুধবার ভোরে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল মাদারীপুর শিবচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। ওহিদুর খুলনার নড়াইলের কলাবাড়ীয়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মাদারীপুরের শিবচরের স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন। পরে তার তথ্যমতে, বুধবার দুপুরে মল্লিকপাড়া মসজিদের পাশের ডোবা থেকে রক্তমাখা লুঙ্গি ও কোকের দুটি বোতল আলামত হিসেবে উদ্ধার করা হয়।

নিহত দিদারুল ইসলাম নড়াইলের কালিয়া উপজেলার রাজাপুর গ্রামের আলতাফ ফরাজীর ছেলে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। ওসি জানান, উপজেলা মল্লিকপাড়া মসজিদের ইমাম দিদারুল ইসলামের কাছ থেকে সোনার বার কেনার কথা বলে কয়েক দফায় লক্ষাধিক টাকা হাতিয়ে নেন হত্যার সঙ্গে জড়িত আসামি ওহিদুর জামান। তিনি নড়াইলের নড়াগাথি উপজেলার কলাবাড়িয়া পশ্চিম পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও মাদারীপুর শিবচর উপজেলার একটি মসজিদের ইমাম। নিহত দিদারুল ইসলাম ও ওহিদুর জামান একে অপরের বন্ধু ছিলেন। পরে দিদারুল ইসলাম টাকা ফেরত চেয়ে ওহিদুর জামানকে চাপ দিলে তাকে খুনের পরিকল্পনা করেন তিনি।

ওসি আরও জানান, পরিকল্পনা মতে ওহিদুর জামান ২০ আগস্ট দিদারের সঙ্গে দেখা টাকা দেবেন বলে জানান। পরে ওহিদুর শিবচরের পাচঁচর এলাকা থেকে হত্যায় ব্যবহৃত চাপাতিটি কেনেন এবং সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় এসে ঘুমের ওষুধ ও কোকা কোলার বোতল কেনেন। এর মধ্যে একটি কোকের বোতলে তিনি ঘুমের ওষুধ মেশান। পরে ঘুমের ওষুধ মিশানো বোতলটি ইমাম দিদারুল ইসলামকে খেতে দিয়ে অন্য বোতলটি তিনি নিজে খান। খাওয়ার কয়েক মিনিটের মধ্যে দিদারুল ইসলাম অচেতন হয়ে পড়লে তাকে গলা কেটে হত্যা করেন ওহিদুর।

পুলিশের এ কর্মকর্তা জানান, খুনের পর লাশের পাশে রাখা একটি খাতায় ওহিদুর লিখে রাখেন যে, ওই ইমাম হিযবুত তাওহীদের সদস্য এবং তিনি তাদের দল থেকে অস্ত্র ও টাকা নিয়ে পালিয়েছেন বলে তাকে হত্যা করা হয়েছে। পরে তিনি গোসল করে রক্তমাখা লুঙ্গি পাশের ডোবায় ফেলে দিয়ে মাদারীপুর চলে যান। ওসি বলেন, ‘মূলত ঘাতক ওহিদুর পাওনা টাকা ফেরত না দেওয়ার জন্যই পরিকল্পনা মোতাবেক হত্যাকাণ্ডটি ঘটায়। এ ঘটনা ভিন্নখাতে নেওয়ার জন্য নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে। আসামিকে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here