ইসলাম সন্ত্রাস ও জঙ্গীবাদকে সমর্থন করে না : শাজাহান খান এম.পি

0
43

আজ ২৬ আগস্ট ২০১৯ইং রোজ সোমবার সকাল ১০.৩০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৩য় তলায় স্বাধীনতা হলে জাতীয় ইসলামী মহাজোটের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবুল হাসনাত এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা শাজাহান খান এম.পি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু এম.পি, এশিয়ান টিভি ও এশিয়ান গ্রুপ অব ইন্ডাঃ এর চেয়ারম্যান ও এমডি আলহাজ¦ মো. হারুন অর রশীদ সিআইপি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খলিফা মো. নুর উদ্দিন, আব্দুর রশীদ, সাইফ উল্লাহ হারুনী, ক্বারী আব্দুল মজিদ, আনিসুর রহমান দেশ, হাফেজ মাওলানা শামীম, ফয়েজ উল্লাহ পাঠান ও মুফতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ইসলামী মহাজোটের মহাসচিব মাওলানা মাসউদুর রহমান বিক্রমপুরী।

প্রধান অতিথি শাজাহান খান এম.পি বলেন, ইসলাম সন্ত্রাস ও জঙ্গীবাদকে সমর্থন করে না। পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম দাওয়াতের মাধ্যমে দুনিয়াব্যাপী প্রতিষ্ঠিত হয়েছে। যুগে যুগে নবী ও রাসূলগণ শান্তির পয়গাম নিয়েই এসেছেন মানুষের হেদায়েতের জন্য। আলেম সমাজের উচিত বঙ্গবন্ধুকে ভালবাসা। কারণ বঙ্গবন্ধু ইসলাম, মুসলমান ও দেশকে ভালবাসতেন। সে প্রকৃত দ্বীনদার মুসলমান ছিলেন। তাকে এক ধরনের নামধারী আলেম স্বাধীনতাবিরোধীরা তাকে ইসলাম ও মুসলমান বিরোধী বানানোর জন্য বিভিন্নভাবে অপপ্রচার চালিয়েছে। হকপন্থী আলেম সমাজের উচিত বঙ্গবন্ধুর আদর্শ ও মানবপ্রেম এবং দেশপ্রেমের কথা সারা দেশবাসীর কাছে পৌছে দেয়া। তাহলেই তার স্বাধীনতা অর্জনের স্বার্থকতা আসবে এবং তার ত্যাগের প্রতিদান হবে।

শামসুল হক টুকু বলেন, যিনি ইসলামের কথা বলেছেন ইসলাম প্রচার-প্রসারে অবদান রেখেছেন তাকে বানানো হয়েছে ইসলাম ও মুসলমান বিরোধী। আর যারা ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে কাজ করেছে তাদেরকে বানানো হয়েছে ইসলাম প্রেমী। এ বিষয়ে প্রকৃত সত্য কথা বলার জন্য আলেম সমাজকে এগিয়ে আসতে হবে। আলেম সমাজ সত্যকে প্রকাশ করাই তাদের প্রকৃত কাজ। সত্য প্রকাশিত হলে বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শ, দেশ ও মানব প্রেমের প্রকৃত রূপ প্রকাশিত হবে।

মাসউদুর রহমান বিক্রমপুরী বলেন, যখন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহকে পাকিস্তানের জাতির পিতা হিসেবে ঘোষণা করা হয়েছিল তখন দেশের আলেম সমাজ কোন ফতোয়া দেয়নি। এমনকি জাতির পিতা হিসেবে একজন মুসলিম বিরোধী জিন্নাহকে মেনে নিয়েছিলেন। অথচ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে ঘোষণা করা হল তখনই এদেশের আলেমদের ফতোয়াবাজি শুরু হলো এবং বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা না জায়েজ ফতোয়া দিলেন এবং সমাজে রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিশ^ব্যাপী দেশের মান ক্ষুন্ন করলেন। যার পরিপ্রেক্ষিতে ইসলাম ও স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে শহীদ করেন। এখন সময় এসেছে প্রকৃত সত্য বলার এবং বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে মেনে নিয়ে আলেম সমাজের ভুল শুধরে নেয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here