ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

0
25

ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর বার বার সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও তার নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়ে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২০ আগস্ট (মঙ্গলবার) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের মাষ্টার্সের শিক্ষার্থী হাসানুল বান্না বলেন, ‘ডাকসুর ভিপির উপর হামলা হয়েছে। আপনারা জানেন কে বা কারা হামলা করেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসাবে এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচারের আবেদন করছি।’ তিনি বলেন, ‘আপনারা দেখেছেন বর্তমানে প্রতিটি হামলার সাথে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগ জড়িত। আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, তিনি যেন নুরুল হক নুরকে নিরাপত্তা দেন এবং দোষীদের শাস্তির আওতায় আনেন।’

নুসরাত তাবাসসুম নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি যদি হামলার শিকার হতে পারে সেখানে আমরা কেউ নিরাপদ না। ভিপি আক্রান্ত হয়েছেন তার নিজের এলাকাতে। কাল আমরা হামলার শিকার হতে পারি আমাদের এলাকাতে।’

এসময় হামলাকারীদের বিচার দাবি করে তিনি বলেন, ‘যদি এদের বিচার না করা হয় তাহলে এই সন্ত্রাসীদের সাহস বেড়ে যাবে। তারা বার বার সন্ত্রাসী কার্যক্রম চালাতে সাহস পাবে।’ মানবন্ধনে আরও উপস্থিত ছিলেন, সোহরাব হোসেন, শেখ এ্যামিলি জামাল, আকরাম হোসেন, নাহিদ ইসলাম, রামিম, সাদিয়া মুনাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here