পণ্য রপ্তানির জন্য দুটি কার্গো বিমান কিনতে বললেন প্রধানমন্ত্রী

0
36

বিভিন্ন দেশে পণ্য রপ্তানির জন্য দুটি কার্গো বিমান কেনার বিষয়ে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সভাকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ তথ্য জানান। পরিকল্পনামন্ত্রী বলেন, একনেক সভায় প্রধানমন্ত্রী বলেছেন, আমরা সবজি চাষে অসাধারণ সাফল্য দেখিয়েছি। আমাদের সবজি বিভিন্ন দেশে রপ্তানি করছি। এখন কার্গো প্লেন কেনার সময় এসেছে। দুটি কার্গো প্লেন কেনা দরকার।

তিনি বলেন, একনেক সভায় ১৬০ কোটি টাকা ব্যয়ে ‘কৃষি বিপণন অধিদপ্তর উন্নতকরণ’ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদনের সময় কার্গো প্লেন কেনার আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, বিভিন্ন দেশে সবজি রপ্তানি করা হচ্ছে। এই কাজে কার্গো বিমান ভাড়া করতে অনেক অর্থ ব্যয় হচ্ছে। তাই, দুটি হিমায়িত কার্গো প্লেন কেনার পরিকল্পনার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here