সৌদি আরবের মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ওয়াদী ফারা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি হাজী নিহত হয়েছেন এবং ১৯ জন হাজী আহত হয়েছেন। নিহত হাজীর নাম নুরুল ইসলাম (৭০)। তার গ্রামের বাড়ি ফেনী সদরে। মদিনা থেকে ১০০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে।গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৯ টায় বাংলাদেশি হাজীদের বহনকারী বাসটি সড়ক দুর্ঘটনায় শিকার হয়। আহতদের উদ্ধার করে মদিনায় কিং ফাহাদ হাসপাতালে ৭ জন, মিকাত হাসপাতালে ৬ জন, ওহুদ হাসপাতালে ২ জন, মদিনা সৌদি জার্মান হাসপাতালে ২ জন ও ইয়াতামা হাসপাতালে ২ জন ভর্তি আছে। ঐ বাসে মোট ৩৫ জন হাজী ছিল। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেয়া হয়েছে।
জানা যায়,হজের আনুষ্ঠানিকতা শেষ করে মক্কা থেকে মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র রওজা মোবারক জেয়ারতের উদ্দেশ্যে যাচ্ছিল বাংলাদেশি হজ যাত্রীদের বহনকারী বাসটি। মদিনার হজ কাউন্সিল অফিসের কর্মকর্তা মোকান্দীর সাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে। কিং ফাহাদ হাসপাতালে ৭ জন আহতদের মধ্যে একজন নারী হাজী অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
হজ এজেন্সি কর্মকর্তা দুলাল দুলাল জানিয়েছেন,আহতদের মদিনার মালিক ফাহাদ হাসপাতাল ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মধ্যে একজন ছাড়া বাকিদের অবস্থা উন্নতির দিকে। গুরুতর আহতদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বলে জানান তিনি।