চলন্তিকা বস্তিতে আগুনের ঘটনায় যা বললেন মির্জা ফখরুল

0
0

রাজধানীতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় নিরপেক্ষ কমিটির মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে মিরপুরের চলন্তিকা বস্তিতে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছেন তিনি। শনিবার দুপুরে আগুনে পোড়া বস্তি পরিদর্শন শেষে চলন্তিকা মোড়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি জানান তিনি। মির্জা ফখরুল বলেন, ‘আমি শুক্রবারের এই অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি। তদন্ত করে জানানো দরকার, কীভাবে আগুন লেগেছে।’

‘রাজধানীতে বিভিন্ন জায়গায় কেন বারবার আগুন লাগছে? এই মিরপুরের কালশীতে ভয়াবহ অগ্নিকাণ্ড হলো, মানুষ মরলো, দগ্ধ হলো। এর আগেও আগুন লেগেছে। এগুলোর সঠিক কারণ বের করা দরকার। আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করবো, বস্তিবাসী মানুষের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দেয়ার জন্য।’

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘বস্তিগুলোতে যে বারবার আগুন লাগে, তার পেছনে কোনো না কোনো কারণ থাকে। আমি বলছি না, কোনো উদ্দেশে বস্তিতে আগুন লাগানো হয়েছে। এটা মানুষের মধ্যে সন্দেহের তৈরি করে। তাই এ ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।’

বিএনপির মহাসচিব আরো বলেন, ‘এই ঘটনায় তিন হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, নিঃস্ব হয়েছেন। সবার বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সবার প্রতি আহ্বান, তাদের পাশে এসে দাঁড়ান। আর এই সরকারের কাছে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।’
এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপি নেতা তাবিথ আউয়াল। শুক্রবার সন্ধ্যায় মিরপুরের এই বস্তিতে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর মধ্যে পুড়ে ছাই হয়ে যায় বস্তির কয়েক হাজার ঘর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here