যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর সঙ্গে সংঘর্ষে ৬ পুলিশ আহত

0
25

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। গতকাল বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে শহরের নাইসটাউন-টিয়াগো অঞ্চলে এ ঘটনা ঘটেছে। বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, মাদক সংক্রান্ত পরোয়ানা নিয়ে ফিলাডেলফিয়া শহরের আবাসিক একটি বাড়িতে তল্লাশি চালাতে যায় পুলিশ। এ সময় ওই বন্দুকধারী পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। গুলি থেকে বাঁচতে তাদের অনেকে জানালা দিয়ে লাফিয়ে পড়েন, কেউ কেউ দরজা দিয়ে বের হয়ে আসেন।

পুলিশ জানায়, এরই মধ্যে সোয়াট টিম অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে জিম্মি দুই পুলিশ কর্মকর্তা ও আরও কয়েক ব্যক্তিকে উদ্ধার করেছে। সে সময় সোয়াটের গাড়িতেও গুলি চালান ওই ব্যক্তি। অবশ্য দীর্ঘ সময় চেষ্টার পর ওই বন্দুকধারীকে আটক করেছে পুলিশ। আহত ছয় পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here