কুয়াকাটায় ঈদের শেষ দিন থেকে পর্যটকের ভিড় বাড়ছে

কুয়াকাটায় ঈদের তৃতীয় দিন থেকে পর্যটকের সমাগম বাড়তে শুরু করেছে। মঙ্গলবার বিকেলে সৈকত এলাকা হাজারো পর্যটকে মুখরিত হয়ে যায়। তবে আশাতীত নয় বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। হোটেল ব্যবসায়ীদের ধারনা পারিবারিকভাবে ঈদ উদযাপন শেষে মঙ্গলবার দুপুরের পর থেকে পর্যটক-দর্শনার্থী কুয়াকাটায় ভিড় করতে শুরু করেছে।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনের সদস্য ইলিশ পার্কের সত্ত্বাধিকারী রুমান ইমতিয়াজ তুষার বুধবার দুপুরে জানান, পর্যটকরে ভিড় ক্রমশ বাড়ছে। গতকাল পর্যন্ত আবহাওয়া অনেকটা খারাপ ছিল। এ ভিড় শুক্রবার পর্যন্ত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করলেন। ছাতা ও বেঞ্চি ব্যবসায়ী কেএম বাচ্চু জানান, ঈদের প্রথম তিনদিন অবস্থা অনেকটা খারাপ ছিল আজ (বুধবার) সকাল থেকেই পর্যটক উপস্থিতি বাড়ছে। আর পর্যটকের পদচারনাকে কেন্দ্র করে হোটেল মোটেল ব্যবসায়ীরাও প্রস্তুত রেখেছেন হোটেল কক্ষ। তারা পর্যটক সেবা বাড়িয়ে দিচ্ছেন বলে এ সংগঠনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ নিশ্চিত করেছেন। ট্যুরিস্ট ভিড়কে কেন্দ্র করে কুয়াকাটার সৈকতসহ গোটা এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। ট্যুরিস্ট পুলিশ ছাড়াও নৌপুলিশ এবং মহিপুর থানা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন বলে মহিপুর থানার ওসি সোহেল আহাম্মদ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here