ফেনীতে ঈদুল আযহার প্রধান জামাত মিজান ময়দানে

ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে এবারও জেলার প্রধান এবং সর্ববৃহৎ ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠজুড়ে টাঙানো হয়েছে সামিয়ানাও। এখানে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া জেলা-উপজেলার প্রায় ছয়শ’ ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে।

ফেনী জেলা প্রশাসন সূত্র জানায়, মিজান ময়দানে সকাল ৮ টায়, জহিরিয়া মসজিদে সকাল ৭.৩০ মিনিট, ফেনী বড় মসজিদে সকাল ৭.৪৫ মিনিট, সার্কিট হাউজ মসজিদ ৮টা, স্টেশন মসজিদ ও জিএ একাডেমী হাইস্কুল মাঠ ৮.১৫ মিনিটে ও ফতেহপুর কেন্দ্রিয় ঈদগাহে সকাল ৮.৩০ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে।

মিজান ময়দান ঈদগাহ কমিটি সূত্র জানিয়েছে, ঈদ জামাত যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সেজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও ফেনী পৌরসভা। নিরাপত্তার দিক বিবেচনা করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। একজন ইন্সপেক্টরের নেতৃত্বে ঈদ জামাতের নিরাপত্তা দেখভাল করবেন এসআই, এএসআই ও কনস্টেবলসহ ৫০ জন পুলিশ।ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী জানান, ঈদুল আযহা উপলক্ষে মিজান ময়দানসহ জেলার গুরুত্বপূর্ণ স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে ৩৫টি স্পটে পুলিশ সতর্ক অবস্থানে থাকবে। পুলিশের পাশাপাশি সিআইডি, এসবি ও ডিবি পুলিশও মাঠে থাকবে। একজন ইন্সপেক্টরের নেতৃত্বে ১০টি মোবাইল টিমও দায়িত্ব পালন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here