খালেদা জিয়ার জিহ্বায় নিজের কামড় লেগেছে, অন্যের নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, আপনারা জানেন কদিন আগে খালেদা জিয়ার জিহ্বায় কামড় লেগেছিল। জিহ্বায় কামড় লাগলে কদিন খেতে অসুবিধা হয়। তার নিজের জিহ্বায় নিজের কামড় লেগেছিল, অন্য কারও কামড় নয়। এরপর বিএনপি নেতারা বলেছিলেন তার জীবন সংকটাপন্ন। জিহ্বায় কামড় লাগলে কারও জীবন সংকটাপন্ন হয়?
শনিবার (১০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, প্রায়ই বিএনপির নেতারা বলেন খালেদা জিয়া খুব অসুস্থ। তার অসুস্থতা অনেক পুরনো। তার এই হাঁটু ও কোমর ব্যথা নিয়ে তিনি দুবার প্রধানমন্ত্রী ছিলেন। তার হাঁটুর ব্যথা কখনও কখনও বাড়তেই পারে। এই ব্যথা বাড়লেই বিএনপি নেতারা বলেন তার জীবন সংকটাপন্ন।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, আপনারা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যে অপরাজনীতি করেছেন, এটি করে আপনারা নিজেরা হাস্যকর হচ্ছেন। খালেদা জিয়াকেও হাস্যকর করছেন। এটি করা সমীচীন নয়। আমি মনে করি, এতে করে আপনারা খালেদা জিয়ার প্রতি নির্মম তামাশা করেছেন।তিনি আরও বলেন, আপনারা সরকারের গঠনমূলক সমালোচনা করেন। আমাদের দল ডেঙ্গু পীড়িত মানুষের পাশে দাঁড়িয়েেেছ। দলের পক্ষ থেকে বিশেষ সেল গঠন করা হয়েছে। আর তারা প্রেস ক্লাব আর নয়াপল্টনে বসে সংবাদ সম্মেলন করছে। এর বাইরে তাদের কোনও কার্যক্রম নেই।আলোচনা সভায় সংগঠনটির সাধারণ সম্পাদক এনামুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।