সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশের আল গোবাইভা এলাকায় গাড়ির ধাক্কায় বাংলাদেশি দুই শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলববার ওই দুই শিশু রাস্তা পার হওয়ার সময় গাড়িটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হয়। নিহত শিশু তাশফিয়া (১৬) ও তাজু (৬) আপন দুই বোন।
জানা গেছে, শারজাহ প্রদেশের জানাজায় তাদের বাসার অপরপ্রান্তে রাস্তা পার হয়ে প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে যাচ্ছিলেন তারা। এ সময় একটি দ্রুতগামী গাড়ি (ল্যান্ড ক্রুজার) তাদের ধাক্কা দিলে এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ভাগ্যক্রমে অপর জমজ বোন প্রাণে বেঁচে যান। নিহত তাশফিয়া স্থানীয় পাকিস্তানি একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গাড়ি চালানোর কারণে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। চালককে গ্রেপ্তার করেছে আমিরাত পুলিশ। আমিরাত প্রবাসী মুহাম্মদ ইকবাল দুই মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তার বাড়ি চট্টগ্রামের ফতেয়াবাদ বটতলী এলাকায়। এ বিষয়ে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের লেবার কাউন্সিলর ফকির মুহাম্মদ মনোয়ার হোসেন বলেন, ‘দুর্ঘটনার কথা আমরা ইতিমধ্যে জেনেছি।’
নয়ন নামে তাদের এক নিকট আত্মীয় জানান, পুলিশ প্রসেসিং সকালে সম্পন্ন হয়েছে এবং জোহরের নামাজের পর শারজা জানাজা মসজিদে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর শারজাস্থ কবরস্থানে তাদের দাফন করা হয়।