দেশবন্ধু গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান দেশবন্ধু টেক্সটাইল মিলস্ এর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। রবিবার(৪ আগস্ট) দুপুরে নীলফামারীর উত্তরা ইপিজেডের অভ্যন্তরে দেশবন্ধু টেক্সটাইল মিলস্ লিমিটেডের আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বানিজ্যমন্ত্রী টিপু মুনশি।দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেপজার চেয়ারম্যান মেজর জেনারেল এস,এম সালাউদ্দিন, রংপুর অঞ্চলের কর কমিশনার আহসানুল হক,নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মুহাঃ আশরাফ হোসেন, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বানিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, যারা গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের প্রতিহত করতে হবে । শোকের মাস আগষ্টে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে সমাপ্ত ও দেশের বেকারত্ব দুরিকরন করে দেশের উন্নয়নকল্পে শোককে শক্তিতে পরিনত করতে হবে। আগষ্ট মাস আমাদের এগিয়ে যাওয়ার মাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছেন যা বিশ্বের কাছে রোল মডেল হিসেবে সু-নাম অর্জন করেছে। মন্ত্রী বলেন,একসময়ের অবহেলিত উত্তরাঞ্চলের রংপুর অঞ্চলের আট জেলা ছিল মঙ্গাকবলিত। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দেশের সঙ্গে তাল মিলিয়ে উত্তরবঙ্গ এখন আর পিছিয়ে নেই। আমরা আর পিছিয়ে থাকতে চাইনা,আমরা শোককে শক্তিতে পরিনত করে দেখিয়ে দিতে চাই উন্নয়নের দৃশ্যপট। বিগত সময়ের বিএনপি জামায়াত জোট সরকার আমাদের মফিজ বানিয়ে রেখেছিল। আজ আমরা আর মফিজ নই। শেখ হাসিনার নেতৃত্বে দেশ তথা উত্তরবঙ্গ এখন উন্নয়নের মাইলফলকে পরিনত হয়েছে। শিল্পকারখানার বিকাশ ঘটেছে ও ব্যবসা বানিজ্যের প্রসার হয়েছে। মন্ত্রী জানান, দেশবন্ধু গ্রুপ আমাদের উত্তরাঞ্চলের মানুষের গ্রুপ। যারা ব্যবসায় সম্প্রসারন করছে। এতে করে বেসরকারি খাতে ব্যাপক অবদান সহ কর্মসংস্থান, উন্নতমানে পণ্য উৎপাদনও রপ্তানিতে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে আগ্রসর হচ্ছে। দেশবন্ধু গ্রুপের বিভিন্ন উৎপাদিত পণ্যের সঙ্গে এবার যোগ হলো পোশাকশিল্প। যা দেশবন্ধু টেক্সটাইল মিলস্ লিমিটেড।
বেপজা মেজর জেনারেল এস,এম সালাউদ্দিন তার বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বেপজা দেশের আটটি ইপিজেডের মাধ্যমে দেশের উন্নয়নে অগ্রনী ভুমিকা পালন করছে। এক সময়ের অবহেলিত উত্তরা ইউপিজেড আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে শিল্পকারখানা ও রপ্তানিতে শীর্ষস্থানের দিকে এগিয়ে যাচ্ছে। দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন,বাংলাদেশ বর্তমানে অবহেলিত নয়। আগামী দশ বছরের মধ্যে আমরা জাাপানের চেয়ে কম অংশ থাকবোনা। প্রতি বছর এখান হতে ১ কোটি ৭৪ লাখ ৭২ হাজার পিছ ডেনিম /চিনো/কার্গো প্যান্ট,আউটওয়্যার,ফেন্সিএপ্যারেলস উৎপাদনে সক্ষম হবে। দেশবাংলার এই টেক্সটাইলস (ডিটিএএল) ১৬টি আলাদা ফ্লোর ইউনিট করা হয়েছে। যার আয়তন ৭১,৭৫০ বর্গফুট এবং সর্বমোট আয়তন ২,৭১,২৭২ বর্গফুট।এতে ইটিপি প্যান্ট ও ওয়াশিং প্যান্ট সুবিধাও বাস্তবায়িত হবে। স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন দেশবাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান ও দেশবাংলা গ্রুপের উৎপাদন শাখার পরিচালক কিশোর কুমার।
উল্লেখঃ নীলফামারীর সোনারায় ইউনিয়নে ২১৩ দশমিক ৬৬ একর জায়গায় উত্তরা ইপিজেড স্থাপনের প্রক্রিয়া শুরু করে। এরপর ২০০১ সালের ১ জুলাই এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত নীলফামারীর উত্তরা ইপিজেড হতে রফতানি হয়েছে ৯৯ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা সমমূল্যের নানান পণ্য।
মহিনুল ইসলাম সুজন,বিশেষ প্রতিনিধি॥