ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, কিন্তু নিয়ন্ত্রণের বাইরে নয়-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি

0
0

আজ শনিবার ১ আগষ্ট ২০১৯ ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১০.০০ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪র্থ তলার চিত্রশালার ৬নং গ্যালারীতে মাসব্যাপী বঙ্গবন্ধুর জীবনভিত্তিক ও ২১ আগস্ট রাষ্ট্রনায়ক শেখ হাসিনার গ্রেনেড হামলার সংবাদ চিত্র প্রদর্শনীর উদ্ভোধন করা হয়। উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এম.পি বলেন ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক এবং এটা মোকাবিলা করা কঠিন তবে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে নয় ও সরকার চ্যালেঞ্জের সঙ্গে এটা মোকাবিলা করবে বলেও জানান তিনি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আমরা বারবার বলছি আমরা এটা নিয়ে উদ্বিগ্ন। নেত্রী (প্রধানমন্ত্রী) উদ্বিগ্ন, তিনি লন্ডনে চিকিৎসায় আছেন তারপরও প্রতিনিয়ত আমাদের সঙ্গে কথা বলছেন, নির্দেশনা দিচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী বিদেশে থাকলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ থেমে থাকেনি। এখন মোবাইলেও নির্দেশনা দেওয়া যায়। তিনি (স্বাস্থ্যমন্ত্রী) জরুরি কাজে বিদেশে যেতে পারেন, বিনা অনুমতিতে তিনি যাননি। একজন মন্ত্রীই শুধু মন্ত্রণালয় নয়, তিনি দেশে চলে এসেছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, ডেঙ্গু শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে দেখা দিয়েছে। ফিলিপাইনে এ পর্যন্ত ডেঙ্গুতে ৮শ জনের মৃত্যু হয়েছে, এক লাখ আক্রান্ত হয়েছে। তারা জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে। ভিয়েতনামেও ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। ভারতে কম আছে, ইন্দোনেশিয়ায় অনেক বেশি, থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে, সিঙ্গাপুরে অনেকে আক্রান্ত।
‘মিডিয়ার হিসাবে অনুযায়ী আমাদের দেশে ১৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। ১৩ হাজার চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এটাকে মহামারি বলুন আর যাই বলুন আমরা যা সত্য তা স্বীকার করে মোকাবিলায় কাজ করছি। অবস্থা অ্যালার্মিং। মোকাবিলা করা কঠিন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নয়। আমরা এটা মোকাবিলা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমরা সাহস রাখি শেখ হাসিনার নেতৃত্বে পরিস্থিতি মোকাবিলা করবো।’
এসময় সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি টপ টু বটম নির্বাচনে ব্যর্থ, আন্দোলনে ব্যর্থ। অন্যের ব্যর্থতা নিয়ে কথা বলার আগে বিএনপির নেতাদের টপ টু বটম পদত্যাগ করা উচিত।
সভাপতির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, সে দেশটা হলো জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এখন বিশ্বনেতা। তার দর্শন ‘জনগণের ক্ষমতায়ন’। ‘জনগণের ক্ষমতায়নের’ মূল কথা হলো, জনগণই সকল চিন্তার উৎস এবং জনগণের সুখ শান্তি সমৃদ্ধির জন্যই রাষ্ট্র সরকার সবসময় কাজ করবে।

যুবলীগ চেয়ারম্যান আরো বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৮৭ সাল থেকে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বাঙালী জাতির মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সেই সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের পথে এগোচ্ছেন। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের নেতৃত্ব দিচ্ছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। কিন্তু জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। জাতির পিতার আদর্শকে হৃদয়ে ধারণ করতে হবে। জাতির পিতার যে মানবিকতা, জাতির পিতার যে কল্যাণকামীতা, জাতির পিতার যে সাম্যনীতি সেই নীতিগুলোকে আমাদের ধারণ করতে হবে।

যুবলীগ চেয়ারম্যান মোঃ ওমর ফারুক চৌধুরীরর সভাপতিত্বে ও যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ এর পরিচালানায় আরও বক্তব্য রাখেন যুবলীগ প্রেসিডিয়াম সদস্য, শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী, মোঃ ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরণ, আব্দুস সাত্তার মাসুদ, মোঃ আতাউর রহমান, এডভোকেট বেলাল হোসেন, অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, শাহজাহান ভূইয়া মাখন, মোঃ আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক, মহিউদ্দীন আহমেদ মহি, সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক, মুহা. বদিউল আলম, ফরুক হাসান তুহিন, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দীন রান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here