একাত্তর আমার প্রাণ – শীবু শীল শুভ্র

0
0

একাত্তর আমার প্রাণ
————————————-

৭১ আমার প্রাণ, বাংলা মায়ের সম্মাণ
ভাষার জন্য শহিদ, বাংলা মায়ের সন্তান!
বায়ান্ন তুমি শিখিয়েছো,চেতনা কাকে বলে?
ধন্য মাগো আমি, বাংলা ভাষার জন্যে।

৭১ আমার প্রান, বাংলা মায়ের সম্মাণ
মহান মুক্তিযুদ্ধে শহিদ, হারালেন যারা প্রাণ!
তোমাদের চরণে আমার, শত কোটি প্রণাম
নয় মাসের যুদ্ধে, কত মা-বোন যে নির্বাক?

৭১ আমার প্রাণ, বাংলা মায়ের সম্মাণ
জাতির জনক বঙ্গবন্ধু, সবই তোমারই অবদান!
তাইতো মোর কন্ঠে, গাই বাংলার জয়গান
বাঙ্গালি জাতির ইতিহাসে, অমর বঙ্গবন্ধুর নাম।

৭১ আমার প্রাণ, বাংলা মায়ের সম্মাণ
ঘৃণ্য জাতির আরেক নাম অবিশপ্ত পাকিস্তান!
দুর্গম যুদ্ধে জয়ী, বাঙ্গালি মায়ের অহংকার
মুক্তিযোদ্ধা আমার বাংলাদেশের, গর্বিত সকল জনতার।

৭১ আমার প্রান, বাংলা মায়ের সন্তান
গণতন্ত্রে বিশ্বাসি আমরা, বাংলায় করি চিৎকার!
মুক্তিযুদ্ধে শরনার্থী যারা, তাদেঁর ভুলিনি ভ্রাতা?
ভারত হলো আমাদের, একাত্তরের আশ্রয় দাতা।

৭১ আমার প্রাণ, বাংলা মায়ের সন্তান
সেক্টর কমান্ডার সকল, হলেন দায়িত্বে সফল!
১১ সেক্টরের দায়িত্ব, পালন করছিলেন যারা
কর্ণেল এম.এ.জি ওসমানি, উনারই সফলতার দ্বারা।

৭১ আমার প্রাণ, বাংলা মায়ের সন্তান
সবুজের সমারোহে করে, সকলের বিমোহিত মন!
একাত্তরের সকল ত্যাগী, বাংলার শ্রেষ্ট মুলধন
বিজয় দিবসে আমরা, তোমাদের করি গো স্মরণ।

শীবু শীল শুভ্র
শ্রীমঙ্গল, বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here