মোদের গর্ব মোদের আশা আমাদের ভালোবাসা।

0
0

মা তাঁর বিশ বছরের ছেলেকে হারিয়েছে। অনেক শোকে কাতর হয়ে নিস্তদ্ধ নিরবে বসে আছে শান্ত হয়ে তাঁর ঘরের এক কোনায়। ছোট মেয়ে সুজান বলছে তার মাকে, কাঁদতে যদি না চাও তুমি হাসতে শুরু কর, আমাকে আদর করে একবার জড়িয়ে ধর। বলতে বলতে মা তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন।  আকাশ মেঘে ঢাকা, কোন সাড়া শব্দ নেই। সব কিছু যেনো গম্ভীর হয়ে অন্ধকারে পরিনত হয়েছে। হঠাৎ গুড়ুম করে আকাশের মেঘ গর্জন করে উঠতেই মুষল ধারে বৃষ্টি, তার পর আকাশ পরিষ্কার হয়ে উঠল। সাথে সূর্যের কীরণ যা দেখে মনে হলো নতুন পৃথিবীর দেখা পেলাম। ঠিক তেমন মনে হয়েছিল মাকে দেখে সেদিন, সুজান আজ হঠাৎ তার মনের গভীরের কথা গুলো আমার সঙ্গে শেয়ার করল।

সুজান আমার কর্ম জীবনের এক কলিগ। বাড়ি স্টকহোমে, বিবাহিত এবং দুই সন্তানের মা। গতকাল সুইডিশ ‘ফিকা’ মানে চা কফির এক আড্ডায় এক সঙ্গে কিছুক্ষণ তার সাথে সময় কাটাতে এসব কথা আলোচনা হয়। সে জানে আমি ইদানীং লিখালিখি করি তাই শুরুতে তাকে বলেছি ঘটনাটি লিখব তবে সরাসরি নাম ঠিকানা উল্লেখ করব না।
গল্পের সুজান, এরিক এবং হাসান পরিবারের লোকেরা চরিত্রের আসল নাম নয়।

এরিকের মৃত্যু সাধারণ মৃত্যু নয়, ছিল ভালবাসার অপরাধে মৃত্যু। আরব কালচারে একে বলে অনার কিলিং (সুইডিশে বলা হয় হেডেরসমোর্ড)। সে আবার কি? ইজরাইল এবং লেবাননের যুদ্ধে অনেক আরব দেশ ছেড়ে আশ্রয় নিয়েছে ইউরোপের অনেক দেশে।
হাসানের পরিবার ( স্ত্রী, মেয়ে নাদিয়া এবং ছেলে কাশেম) সুইডেনে আশ্রিত রেফুজি। সল্প সময়ের মধ্যে হাসান পরিবার স্থায়ী ভাবে থাকার অনুমতি পেয়ে সুইডেনে বসবাস করতে শুরু করে। নাদিয়ার বয়স ১৮ বছর পূর্ণ হলে তার পরিবার তাকে বিয়ে দিতে উঠে পড়ে লেগে যায়।

নাদিয়া এরিকের প্রেমে পড়েছে দুই বছর ধরে যা এরিকের পরিবার জানে তবে নাদিয়া তার পরিবারকে এর কিছুই বলেনি। নাদিয়ার বিয়ে ঠিক হয়েছে লেবাননে, তাকে যেতে হবে সেখানে। নাদিয়া লেবাননের ছেলেকে চেনে কারণ ছোট বেলা তারা পাশাপাশি বসবাস করত কিন্তু যুদ্ধের কারণে প্রায় দশ বছর তাদের ভেতর কোন যোগাযোগ নেই। সে নতুন জীবন শুরু করেছে সুইডেনে। ভুলে গেছে অতীতের কথা এবং পুরনো স্মৃতি গুলো। পরে জানা গেলো হাসান তার লেবাননের বন্ধুকে ছোটবেলায় কথা দিয়েছিল, নাদিয়া বড় হলে তার বন্ধুর ছেলের সঙ্গে বিয়ে হবে। হয়ত সব কিছু ঠিক মত থাকলে, হয়ত দেশ না ছাড়লে কথার সঙ্গে কাজের মিল এবং ট্রেডিশন অনুযায়ী তাই হতো। কিন্তু নাদিয়া গড়ে উঠেছে পশ্চিমা সংস্কৃতির সঙ্গে যেখানে ভালোবাসার স্বাধীনতা রয়েছে। সে এখন বিষয়টি মেনে নিতে পারছে না। শেষে সাহস করে পরিবারকে জানিয়ে দেয় তার ভালোবাসার কথা, তার প্রিয় সঙ্গী এরিকের কথা। আরবের মেয়ে সুইডেনে বড় হয়েছে তবে হাসানের পরিবারের ধারনা মেয়ে নাদিয়া সেই আগের মতই আছে। এরিক এবং নাদিয়ার প্রেমে হাসানের পরিবার থেকে বড় রকমের বাধা পড়েছে বিধায় এদের প্রেমের গভীরতা দেখা দিয়েছে আরো বেশি।  নাদিয়ার পাশে রয়েছে তার সব সুইডিশ বন্ধু- বান্ধবীরা। হাসান এবং তার পরিবার নাদিয়াকে জোর করে লেবাননে নিতে প্রেচেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন সময় নাদিয়া এরিকের সঙ্গে সুইডিশ কোর্টে বিয়ে করে বাড়ি ছেড়ে এরিকের সঙ্গে বসবাস করতে শুরু করে।

হাসানের পরিবার কিছুতেই ভিন্ন ধর্মী এবং ভিন্ন সংস্কৃতি মেনে নিতে নারাজ, অথচ সেই সমাজে তাদের বসবাস! কোন এক সময় রাতের আঁধারে এরিক এবং নাদিয়ার জীবনের সমাপ্তি ঘটিয়ে দেয় হাসান যা আরব দেশের কালচারে বলে অনার কিলিং।
এমন মর্মান্তিক ঘটনার কারনে এরিকের মার জীবনে সেদিন অন্ধকার নেমে এসেছিল। স্বাভাবিক ভাবেই এমন অসভ্য বর্বর মৃত্যু পৃথিবীর সভ্য সমাজে গ্রহন যোগ্য নয়, তাই হাসানের পরিবারের যারা এই অনার কিলিংয়ের (হেডেরসমোর্ড) সাথে জড়িত ছিলো, তারা সুইডেনের সর্বাচ্চ কঠিন শাস্তি ভোগ করছে। অনেক বছর পর সুজানের জীবনে পুরনো ঘটনার স্মৃতি এসে হাজির হয়েছে। সুজানের মেয়ের বয়স এখন ১৬ বছর। সে প্রেমে পড়েছে নাম না বলা আরব দেশের এক ছেলের। সুজান ভালোবাসার ট্রাজেডি দেখেছে অতীতে। আজ নতুন করে তার বড় আদরের মেয়ের জীবনের প্রথম ভালোবাসা, যা হয়েছে আরব দেশের এক ছেলের সঙ্গে। এ ভাবনাকে সে দুরে সরিয়ে রাখতে পারছে না।

আমি বলেছি সুজানকে কথা বলতে ছেলের পরিবার, সুইডিশ কর্তৃপক্ষের সঙ্গে। যেনো পুরনো কাহিনীর পুনরাবৃত্তি না হয়, যেনো কারো জীবন আবার ধ্বংস না হয় ভালোবাসার কারনে। আজ সুজানের সাথে কথা শেষ করে বাড়িতে ফিরতে মনে পড়ছে বাংলাদেশের বর্তমান অবস্থার কথা। বাংলাদেশেও চলছে সুজানের পরিবারের মত মর্মান্তিক ঘটনা যা আরো বেদনা দায়ক, কারণ সেখানে নেই বর্ণ বা ধর্মের ব্যবধান। হয়ত থাকতে পারে দারিদ্রতার ছোঁয়া। তবুও ঘটছে জীবনের অবসান। নিভে যাচ্ছে ভালোবাসার জ্বলন্ত প্রদীপ প্রতিদিন।

ভালোবাসা মানব জীবনের এক স্বাধীন অধিকার।
প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের মৃত্যু হয়েছে। মার্টিন লুথার কিং এর মৃত্যু হয়েছে। গান্ধীর মৃত্যু ঘটেছে। হিটলারের মৃত্যু ঘটেছে কিন্তু ঘটেনি মৃত্যু ঘৃণার, ঘটেনি মৃত্যু হিংসার, ঘটেনি মৃত্যু প্রতিহিংসাপরায়ণতার। একই সাথে চলছে সংগ্রাম ভালোবাসাকে জয় করার। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াবার, ভালোবাসার সেতু তৈরি করার। সুখের সংসার গড়ে তোলার।

রহমান মৃধা, দূরপরবাস সুইডেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here