জাপানের পররাষ্ট্রমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

0
0

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ক্যাম্প পরিদর্শনকালে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তিনি ও তার প্রতিনিধি দল। পরে ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় করেন।

এসময় জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারা কোনো বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সম্মানের সাথে দ্রুত সময়ের মধ্যে স্বদেশে প্রত্যাবাসনের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রোহিঙ্গারা বাংলাদেশের জন্য একটা বিশাল চাপ। এ চাপ সামলাতে বাংলাদেশের প্রতি বিশ্ব নেতৃবৃন্দের সহযোগিতাপূর্ণ মনোভাব প্রদর্শনের আহবানও জানান তিনি।

পরিদর্শনকালে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারা কোনো’র সাথে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম, ইউএনএইচসিআর এর কক্সবাজার প্রধান মি. মারিন, বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রনালয়ের শরণার্থী বিষয়ক ডেস্কের পরিচালকসহ উর্ধতন কর্মকর্তারা সাথে ছিলেন। এরআগে, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারা কোনো তার প্রতিনিধিদলসহ সকাল সাড়ে ৯টায় জাপানের একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here