বাসের আগাম টিকেট বিক্রি শুরু : প্রথম দিনেই অব্যবস্থাপনা

0
0

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার থেকে বাসের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও আশপাশের এলাকার কাউন্টারে ভোর ৬টা থেকে এসব টিকেট বিক্রি করা হচ্ছে।

টিকেট বিক্রির প্রথম দিন ভোর থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে ছিল টিকেট প্রত্যাশীদের উপচেপড়া ভিড়। লক্ষ্য একটাই, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করা। সকালে বৃষ্টির মধ্যেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেকেই কাঙ্খিত টিকেট হাতে নিয়ে খুশিমনে বাড়ি ফিরছেন। আবার এত চাহিদার মধ্যেও টিকেট হাতে পাবেন কি না, এ নিয়েও রয়েছে সংশয়।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ জানান, ঈদুল আজহা উপলক্ষে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠক হয়েছে। বৈঠকে শুক্রবার সকাল থেকে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলগামী বাসের আগাম টিকেট বিক্রির সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী টিকেট বিক্রি শুরু হয়েছে।

রমেশ চন্দ্র ঘোষ আরো জানান, এবারের ঈদযাত্রায় বেশি ভাড়া আদায়ের সুযোগ নেই। কেউ যেন নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিতে না পারে, সেজন্য বাস কোম্পানিগুলোকে দূরত্ব অনুযায়ী ভাড়ার তালিকা টাঙিয়ে দিতে বলা হয়েছে।কেউ যদি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেয়,তাহলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রমেশ চন্দ্র ঘোষ।

এদিকে কাউন্টার সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ১১ ও ১২ আগস্ট ঈদুল আজহার সম্ভাব্য দিন থাকায় ৮ ও ৯ তারিখের টিকেটের চাহিদা সবচেয়ে বেশি।টিকেট প্রত্যাশীদের অভিযোগ,অনেকেই নিজের চাহিদামতো টিকেট পাচ্ছে না। এ ছাড়া সাধারণত টিকেটের যে দাম, ঈদের সময়ে এসে তার চেয়ে বেশি দামে টিকেট বিক্রি করা হয়।

টিকেট প্রত্যাশীরা জানিয়েছেন, গতকাল রাত থেকে অনেকেই কাউন্টারে অপেক্ষা করছেন। গতকাল রাতে রাজধানীতে বৃষ্টি হয়েছে। আজ সকালেও বৃষ্টি হয়। তবে বৃষ্টি উপেক্ষা করেই তাঁরা দীর্ঘ সারিতে লাইন ধরে দাঁড়িয়েছেন টিকেটের আশায়। তবে কাঙ্খিত টিকেট হাতে পেলেই এত সব বিড়ম্বনা ম্লান হয়ে যাবে তাঁদের।

ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার থেকে রাজধানীর তিনটি আন্তঃজেলা বাস ট্রার্মিনালে একযোগে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হওয়ার কথা। গাবতলী ও কল্যাণপুর থেকে যথাসময়ে টিকিট বিক্রি শুরু হলেও মহাখালী বাস টার্মিনালে টিকিট বিক্রি শুরু হয়নি। অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনেই সেখানে দেখা গেছে অব্যবস্থাপনা।

টিকিটপ্রত্যাশীরা ২-৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি। যদিও বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (২৬ জুলাই) সকাল ৭টা থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা।

শুক্রবার সকালে মহাখালী বাস টার্মিনালে সরেজমিনে গিয়ে দেখা যায়, একতা, এস আর ট্রাভেলস ও এনা পরিবহনের কাউন্টারের সামনে টিকিটপ্রত্যাশী যাত্রীদের ভিড়।রাজশাহীর অগ্রিম টিকিট কিনতে একতা পরিবহনের কাউন্টারে এসেছেন মো. হালিম। তিনি বলেন, ভোর ৫টা থেকে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু টিকিট দিচ্ছে না। তারা বলছে সার্ভারে নাকি সমস্যা।

এ বিষয়ে একতা পরিবহনের কাউন্টার ম্যানেজার স্বপ্ন বলেন, সকাল থেকেই আমাদের কাউন্টারের সমস্যা তাই টিকিট দিতে সমস্যা হচ্ছে। সার্ভার ঠিক হলে টিকিট বিক্রি শুরু হবে।

অন্যদিকে এনা পরিবহনের অগ্রিম টিকিটের জন্য অপেক্ষমান যাত্রী লোকমান মিয়া বলেন,রংপুরের টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছি। প্রায় ৩ ঘণ্টা হয়ে গেল। এখন তারা বলছে সকাল ১০টার আগে টিকিট দেবে না। কিন্তু আমরা শুনেছি সকাল ৭টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। এনার কাউন্টার কর্মকর্তা মো. সোহাগ বলেন, আমাদের টার্মিনালে সব পরিবহন মিলে সিদ্ধান্ত নিয়েছে সকাল ১০টার আগে টিকিট বিক্রি শুরু হবে না। তাই এখন টিকিট দেওয়া হচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here