ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার সালেহপুরে তুরাগ নদে পড়ে একটি ট্যাক্সিক্যাব নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে গেছে। ট্যাক্সিক্যাবটিতে কতজন যাত্রী ছিল তা জানা যায়নি। পুলিশ বলছে, পানির নিচ থেকে ট্যাক্সিক্যাবটি উদ্ধারের পর হতাহতের সংখ্যা নিশ্চিত হওয়া যাবে। রবিবার রাত ৮টার দিকে ব্রীজের নিচ থেকে তুরাগ নদে পড়লে এ দুর্ঘটনা ঘটে। পরে সাভার, মিরপুর ও কল্যাণপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধার কাজ চালাচ্ছে।
এ বিষয়ে পুলিশ জানায়, হলুদ রংয়ের একটি ট্যাক্সিক্যাব ঢাকা যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সালেহপুর ব্রীজের নিচে তুরাগ নদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিরের ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা ট্যাক্সিক্যাব ও যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু করে। তবে ট্যাক্সিক্যাবটিতে কতজন যাত্রী ছিল তা জানাতে পারেনি পুলিশ। নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধার কাজ চালাতে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।